পাকস্থলিতে অস্ত্রপচারের পর সুস্থ বলসোনারো
১৪ এপ্রিল ২০২৫শুক্রবার আচমকাই পেটে প্রবল ব্যথা অনুভব করেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো। প্রাথমিকভাবে চিকিৎসকেরা ওষুধ দিয়েই ব্যথা কমানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় বলসোনারোর পাকস্থলিতে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, তার পাকস্থলিতে ল্যাপারোটমি করা হয়েছে। পাকস্থলিতে অপারেশনের একটি পদ্ধতি এটি। পরে চিকিৎসকেরা জানিয়েছেন, বলসোনারো ভালো আছেন, অস্ত্রপচার সফল হয়েছে।
৭০ বছরের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী মিশেল বলসোনারো ইনস্টাগ্রামে লিখেছেন, তার স্বামী এখন ভালো আছেন। বস্তুত, প্রায় ১২ ঘণ্টা ধরে এই জটিল অস্ত্রপচার হয়েছে। তবে অপারেশনের সময় বলসোনারোকে রক্ত দিতে হয়নি।
২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে ছুরি নিয়ে আক্রমণ করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় তীব্র রক্তপাত হয়েছিল বলসোনারোর। দ্রুত তার অস্ত্রপচার হয়েছিল। গত শুক্রবার তার পেটে যন্ত্রণা শুরু হলে চিকিৎসকেরা জানান পুরনো আঘাতের জায়গাতেই যন্ত্রণা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ওষুধ দিয়েই সমস্যার সমাধান সম্ভব। এরপর তাকে বিশেষ বিমান অ্যাম্বুল্যান্সে ব্রাসিলিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন। শনিবার যন্ত্রণার মধ্যেই সমাজ মাধ্যমে বলসোনারো লিখেছিলেন, 'গত কয়েক বছরে একাধিক সার্জারি হয়েছে। পেটে যন্ত্রণার সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছি। কিন্তু এবারের ব্যথা সহ্য করা যাচ্ছে না।'
বলসোনারোর বিরুদ্ধে ব্রাজিলে একাধিক মামলা চলছে। তার মধ্যে অন্যতম, ২০২২ সালে হারের পর তিনি বৈধ সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ। সম্প্রতি ওই মামলা আদালত বলসোনারোর বিরুদ্ধে শুনানি শুরু করেছে। এই মামলায় দোষী প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে সাবেক প্রেসিডেন্টকে।
এমনিতেই ২০৩০ সাল পর্যন্ত নির্বাচনে লড়তে পারার কথা নয় বলসোনারোর। আদালত তাকে এই শাস্তি দিয়েছে অন্য একটি মামলার রায়ে। কিন্তু আগামী বছরের নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বলসোনারো।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)