নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৩ মে ২০২৩বিজ্ঞাপন
প্রধানত বাংলা ভাষায় সংগীত তৈরি করার বা বাংলার সংগীতজগতে এক নতুন শব্দকল্প তৈরি করার এদের এই চেষ্টা বিবিধ প্রতিবন্ধকতার মুখোমুখি৷ হিন্দি ভাষার বাজারের ব্যবসায়িক আধিপত্য, সংগীতনির্মাণ বাজারে শিল্পীদের জন্য হ্রাস পেতে থাকা রোজগার-সম্ভাবনা, এই সব কিছু ডিঙিয়ে এই তরুণেরা পশ্চিমবঙ্গের শহরে ও মফস্বলে সংগীতভাবনার প্রকাশকে আরও প্রসারিত ও বর্ণময় করে তোলার চেষ্টা করছেন৷