পশ্চিমবঙ্গে রেলে তিনগুণ বরাদ্দ, সমস্যা জমি অধিগ্রহণ: রেলমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তার তুলনায় এবার পশ্চিমবঙ্গকে তিনগুণ বেশি অর্থ বরাদ্দের দাবি রেলমন্ত্রীর।
রেলমন্ত্রীর হিসাব
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য রেলের বাজেট বরাদ্দ ছিল গড়ে চার হাজার ৩৮০ কোটি টাকা। আর ২০২৫-২৬-এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা।
জমি অধিগ্রহণের সমস্যা
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, ''রেলপ্রকল্পের জন্য জমি-অধিগ্রহণ এবং আইন-শৃঙ্খলার সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি একাধিকবার চিঠি লিখেছি। কিন্তু সমস্যার সমাধান হয়নি।'' রেলের তরফে আগেও জানানো হয়েছে, জমি অধিগ্রহণের সমার জন্য তারা পশ্চিমবঙ্গে অনেক প্রকল্পের কাজ সময়ে শেষ করতে পারছেন না।
রেলের দাবি
রেল মন্ত্রণালয়ের দাবি, ২০১৪ সাল থেকে পশ্চিমবঙ্গে এক হাজার ৬৪৭ কিলোমিটার রেলপথের বৈদ্যুতীকরণের কাজ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে ৯৮ দশমিক ছয় শতাংশ রেলপথে বৈদ্যুতীকরণের কাজ শেষ হয়েছে।
কী পেলো পশ্চিমবঙ্গ?
পশ্চিমবঙ্গের ১০১টি স্টেশনকে প্রায় চার হাজার কোটি টাকা খরচ করে উন্নত করা হবে। এর মধ্যে আলিপুরদুয়ার, মালদহ টাউন, উলুবেড়িয়া, দিঘা, দমদম, বারাসত, বাঁকুড়া, বনগাঁ, দিনহাটা, বালি, বালুরঘাটের মতো স্টেশনগুলি আছে। ১৫টি নমো ভারত ট্রেন চালু হবে।
কী হয়েছে?
রেল মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৪ সালের পর থেকে পশ্চিমবঙ্গে ৪৫০টি রেল ফ্লাইওভার ও আন্ডারব্রিজ তৈরি করা হয়েছে। ১৬৫টি লিফট ও ৩১০টি এসকেলেটর তৈরি করা হয়েছে। ৫১০টি স্টেশনে ওয়াইফাই-এর ব্যবস্থা করা হয়েছে। নয়টি বন্দে ভারত ট্রেন চলছে। কলকাতা মেট্রো রেলে ২০১৪ পর্যন্ত ২৮ কিলোমিটার লাইন হয়েছিল। এরপর হয়েছে ৩১ কিলোমিটার মেট্রো রেল। জমির জন্য কিছু কাজ বন্ধ আছে।
মেট্রো রেলের বরাদ্দ
কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য পাঁচশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। দমদম বিমানবন্দর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রোর জন্য ৭১২ কোটি টাকা বরাদ্দ হয়েছে, তবে তা গতবারের বরাদ্দের প্রায় অর্ধেক। রেলমন্ত্রী বলেছেন, জমি অধিগ্রহণ তাড়াতাড়ি হলে, অর্থও বাড়ানো হবে। মেট্রোতেও জমিজট রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
তৃণমূলের বক্তব্য
তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছেন, ''রাজ্যের নীতি হলো, তারা জোর করে জমি নেবে না। রেল জমি নিতে চাইলে রাজ্যের কোনো আপত্তি নেই। রেলমন্ত্রী রাজনৈতিক কথা বলছেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হিংসা করেন বলে এই কথা বলেছেন।'' তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্পগুলিতে অর্থবরাদ্দ করেছিলেন, সেইসব প্রকল্পের কাজই তুলে ধরছেন বর্তমান রেলমন্ত্রী।