নির্বাচনপর্যবেক্ষক মইদুল ইসলাম বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বহুমুখী থেকে দ্বিমুখী লড়াইয়ের প্রবণতা বেশি থাকে৷ বিজেপি টিকে থাকবে, না কি তাদের ভোট বামেরা ফিরিয়ে নিতে পারবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে যেহেতু একই রাজ্যে দুটি ক্যাডার ভিত্তিক দল থাকতে পারে না৷ তবে দুই বছর পর বিধানসভা ভোটে সমীকরণ কী দাঁড়াবে, সেটা এখনই বলা যাবে না৷’’