রাজনীতিফিলিস্তিন
পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত
৫ ফেব্রুয়ারি ২০২৫বিজ্ঞাপন
বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, চেকপোষ্টে গুলি চালানোয় এক বন্দুকধারী নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় কমপক্ষে আটজন সৈন্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
গাজায় যুদ্ধবিরতির পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে। ইসরায়েল গত কয়েক সপ্তাহ ধরে অধিকৃত পশ্চিম তীরের নিকটবর্তী জেনিনে জঙ্গি কার্যক্রম নির্মূলের উদ্দেশে বড় পরিসরে অভিযান পরিচালনা করছে।
ইসরায়েলি সেনাবাহিনী রোববার জানিয়েছে, ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ২১ জানুয়ারি তারা পশ্চিম তীরে অভিযান শুরু করে। এ অভিযানে কমপক্ষে ৫০ জন জঙ্গি নিহত হয়েছে। রামাল্লায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী এ অঞ্চলে অন্তত ৭০ জনকে হত্যা করেছে।
কাটে হেয়ারশাইন/এসএইচ (এএফপি, এপি)