নোবেল বিজয়ী শিরিন এবাদির নিরাপত্তা দেবে ইরান
৫ জানুয়ারি ২০০৯গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি শিরিন এবাদির সহানুভুতিশীল- গত সপ্তাহে এই অভিযোগে তেহরানে এবাদির বাড়ীর সামনে ইসলামীক পন্থীরা জড়ো হয় ও তার প্রতিবাদ জানায়৷
ওই ঘটনার পর জাতিসংঘের মহাসচিব বান কি-মুন শিরিন এবাদির নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানান৷
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান ঘাসঘাভী জানিয়েছেন, শিরিন এবাদি ভাল আছেন এবং তার নিরাপত্তার ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগের কারণ নেই৷
ঘাসগাভী আরো জানান, এবাদি নিরাপদ ও সুস্থ রয়েছেন এবং আমরাই তাকে নিরাপত্তা দিব ঠিক সেভাবে যেভাবে আমরা অন্যান্য ইরানীয় নাগরিকদের নিরাপত্তা দিয়ে থাকি’৷
অবশ্য তিনি এবাদির সমালোচনা করে বলেছেন, এবাদি নিজের দেশের নামে বিদেশীদের কাছে অভিযোগ করছেন যা মোটেই ভাল কাজ নয়৷
এর আগে গতমাসে এবাদি পরিচালিত একটি মানবাধিকার সংস্থার কার্যালয়ে অভিযান চালায় ইরান পুলিশ৷ বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে অফিসটি বন্ধও করে দেয়া হয়৷ হাসান ঘাসঘাভী বলেছেন, এই ধরনের অফিস চালাতে হলে এবাদীক আইনানুযায়ী বৈধ লাইসেন্স রাখতে হবে এবং নিয়মিত কর দিতে হবে৷
এবাদী ইরানে মানবাধিকার ও গণতন্ত্রের বিকাশে অবদান রাখার জন্য কাজ করার কারণে ২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছিলেন৷ এসম্মান লাভের ক্ষেত্রে তিনি ছিলেন প্রথম ইরানী এবং মুসলিম মহিলা৷