নেদারল্যান্ডসে শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ হচ্ছে
৫ জুলাই ২০২৩শিক্ষা মন্ত্রণালয়, স্কুল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে একমত হয়েছে৷
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়৷
তবে ডিজিটাল শিক্ষার ক্লাসে মোবাইল ব্যবহার করা যাবে৷ এছাড়া প্রতিবন্ধী বা চিকিৎসাজনিত কারণে কোনো শিক্ষার্থীকে মোবাইল ব্যবহার করতে হলে তা করা যাবে৷
শিক্ষামন্ত্রী রব্যার্ট ডিকগ্রাফ বলেন, মানুষের জীবনের সঙ্গে মোবাইল ফোন অনেকভাবে জড়িয়ে গেলেও শ্রেণিকক্ষে সেটি মানায় না৷ ‘‘শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে, তাদের ভালোভাবে পড়ার সুযোগ দিতে হবে৷ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন ঝামেলা তৈরি করে৷ এ থেকে শিক্ষার্থীদের বাঁচাতে হবে,'' এক বিবৃতিতে বলেন তিনি৷
২০২৪ সালের গ্রীষ্মের মধ্যে কোনো স্কুল এই নিয়ম চালু করতে না পারলে আইনি সমস্যার মুখে পড়তে পারে বলে সতর্ক করে দেন শিক্ষামন্ত্রী৷
গত সপ্তাহে ফিনল্যান্ডেও এমন নিয়ম চালুর ঘোষণা দেয়া হয়৷
এদিকে, জার্মানিতে গত শিক্ষাবর্ষ পর্যন্ত শুধু বাভারিয়া রাজ্যের স্কুলগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ ছিল৷ এরপর তা শিথিল করা হয়৷
জার্মানির ব্যক্তি স্বাধীনতা আইন সাধারণত মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞার বিরোধিতা করে৷ তবে স্কুলগুলোর নিজস্ব আইন জারির স্বাধীনতা রয়েছে৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)