বিজ্ঞাপন
নির্বাচন কমিশন ডিসেম্বরে ভোটের জন্য প্রস্তুত কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ ডয়চে ভেলেকে বলেন, "আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কথা হলো, রূপরেখা নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটা কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা করতে পারবে না। এটা সরকারের কাছ থেকে আসতে হবে। অন্তত এই নির্বাচন কমিশন সেটা পারবে না। এখন সরকার যদি বলে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে, আমরা সেটাই করবো। যদি অন্য কিছু বলে, সেটা করবো। আমরা ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছি। সরকার বললেই আমরা রূপরেখা দিতে পারি। আসলে নির্বাচনের সবকিছু সরকারের উপরই নির্ভর করছে। তবে আমরা আমাদের প্রস্তুতি জোরেসোরেই এগিয়ে নিচ্ছি।”