তারা বলছেন দ্রুত নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন আপাতত তাই করা উচিত সরকারের৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, ‘‘আসলে নির্বাচন ব্যবস্থাটা নিয়ে ঐকমত্য সবার আগে দরকার৷ সবার একমত হতে হবে, রেজিস্টার্ড দলগুলো কেউ নির্বাচন বর্জন করবে না৷ নির্বাচনে অংশ নেবে৷ সেটা টার্গেট করে আলাপ আলোচনা করলে দ্রুত সমাধানে পৌঁছা যাবে৷ এই সরকারের সামনে অনেক ইস্যু আছে৷ সংস্কারের ইস্যু আছে কিন্তু মূল বিষয় হলে নির্বাচন এবং সেটাকে কেন্দ্র করেই সব কিছু হলে ঐকমত্য হবে৷''
তিনি আরো বলেন, ‘‘তবে এখানে একটি বড় ইস্যু আছে আওয়ামী লীগকে নিয়ে৷ আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে, না পরবে না? তাদের কি নির্বাচনে অংশ গ্রহণ করতে দেয়া হবে? এই বিষয়টি নির্বাচনের আগেই সমাধান হওয়া প্রয়োজন৷ এই সিদ্ধান্ত যত দ্রুত নেয়া হবে নির্বাচনও তত দ্রুত করা যাবে৷ আর নির্বাচন সুষ্ঠু করতে কিছু আইন ও বিধি সংস্কার করতে হবে৷ তাতেও বেশি সময় লাগবে না৷ সরকার এই পথে হাঁটলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব৷ আর দরকার হলে এই সময়ের মধ্যে কিছু সংস্কারও করা যাবে৷''