নিরাপত্তা বাহিনীর ওপর কারজাই-এর আস্থা নেই : সাবেক গোয়েন্দা প্রধান
৮ জুন ২০১০গত বুধবার আফগানিস্তানের বিবদমান গোষ্ঠীগুলোর সঙ্গে কারজাই সরকারের শান্তি আলোচনা বা জিরগা চলাকালে হামলা চালায় তালেবান জঙ্গিরা৷ ওই সময় আফগানিস্তানের বিভিন্ন এলাকা থেকে ১৬০০ প্রতিনিধি জিরগাতে উপস্থিত ছিলেন৷ এই হামলার পর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গোয়েন্দা সংস্থার প্রধান আমরুল্লাহ সালেহি এবং স্বরাষ্ট্র মন্ত্রী হানিফ আতমারকে ডেকে পাঠান৷ নিরাপত্তা বাহিনীর ওপর কারজাই অসন্তোষ প্রকাশ করলে উভয়েই পদত্যাগ করেন৷ সোমবার এক সাক্ষাৎকারে গোয়েন্দা সংস্থার প্রধান সালেহি প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে তাঁর সম্পর্কের দূরত্বের কথা স্বীকার করেন৷
পশ্চিমা বিশ্বের কাছে সমাদৃত সালেহি গত ছয় বছর ধরে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ দীর্ঘদিন ধরে তিনি তালেবান বিরোধী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি, এজন্য প্রেসিডেন্ট কারজাইয়ের অন্যতম সহচর হিসেবে তাঁকে ধরা হয়৷ পদত্যাগের পর আমরুল্লাহ সালেহি জানান, অনেকদিন ধরেই তিনি পদত্যাগের কথা চিন্তা করে আসছিলেন৷ গত সপ্তাহের জিরগা-র পর তিনি অবশেষে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ তালেবান জঙ্গিদের সঙ্গে আপোশের ইস্যুতে প্রেসিডেন্টের সঙ্গে তাঁর দূরত্বের কথা স্বীকার করে সালেহি বলেন, আত্মঘাতী হামলাকারীদের সঙ্গে আপোশ আলোচনা এই দেশের জন্য অসম্মানজনক৷ সালেহি আরও জানান যে তিনি কোন চাপের মুখে পদত্যাগ করেননি বরং নৈতিক অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন৷ জিরগায় হামলার ঘটনার ব্যাপারে তিনি বলেন, আমরা জিরগাকে শান্তিপূর্ণ করার চেষ্টা করেছি৷ কিন্তু তা হয়নি৷ আমি আমার পুলিশ সদস্যদের এজন্য দোষ দিতে চাই না৷ সালেহি স্পষ্টভাবেই বলেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট তাঁর নিজ নিরাপত্তা বাহিনীর ওপর আস্থা হারিয়েছেন৷ তিনি মনে করেন এই বাহিনী তার দেশকে রক্ষা করতে সক্ষম নয়৷
সাবেক গোয়েন্দা প্রধান আফগানিস্তানে জঙ্গি হামলার জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কেও সরাসরি অভিযুক্ত করেন৷ তিনি বলেন, আইএসআই এইসব ঘটনার পেছনেই নয়, তারা এসবের অংশ৷
প্রতিবেদন : রিয়াজুল ইসলাম
সম্পাদনা : সঞ্জীব বর্মন