নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর
২৩ আগস্ট ২০০৯বুধবারের ভয়াবহ ট্রাক বোমা হামলার পর মালিকির এটিই প্রথম বক্তব্য৷ সম্প্রতি ইরাকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির যে বন্দনা মালিকির কণ্ঠে বিদ্যমান, শনিবারও তার ব্যত্যয় ঘটেনি৷
পবিত্র রমজান মাসের সূচনালগ্নে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বক্তৃতায় ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি বলেন, 'আমি ইরাকের জনগণকে বলতে চাই যে, আমরা এখনও সন্ত্রাসীদের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধের মধ্যেই রয়েছি৷ তবে আমি এটিও নিশ্চিত করতে চাই যে, কোথাও কোথাও সামান্য ঘাটতি থাকলেও নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং তারা শত্রুদের পরাজিত করবেই৷' এছাড়া বুধবারের সন্ত্রাসী হামলার জন্য দায়ী ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমন কথাও বলেন মালিকি৷
অবশ্য মালিকির এই মিথ্যা আশ্বাসে কিছুটা চিড় ধরিয়েছেন তাঁর মন্ত্রী পরিষদের অন্যতম ঊর্ধ্বতন সদস্য হুশিয়ার জেবারি৷ বেশ স্পষ্ট ভাষায় জেবারি বলেন, 'ঘটনা বা পরিস্থিতি ঠিক যেমন, তেমনটিই বলা উচিত৷ আমাদেরকে অপ্রয়োজনে মিথ্যা আশার বাণী শোনানো বন্ধ করতে হবে৷ জনগণকে তা-ই বলা উচিত যা সত্য৷' তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর মধ্যেই অবক্ষয় দেখা গেছে৷ আগামীর দিনগুলো আরও ভয়াবহ হতে পারে বলেও আশংকা প্রকাশ করেন জেবারি৷ তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে বিদ্যমান ঘাটতি ও ত্রুটি যাচাই করে তা দূর করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি৷
মাত্র দুই মাস আগে ইরাকের শহরগুলো থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে এমন কথাই স্বীকার করলেন মালিকি সরকারের এই শীর্ষ নীতি নির্ধারক৷ এমনকি জেবারি বাগদাদের রাস্তা থেকে বোমা বিস্ফোরণ প্রতিরক্ষার জন্য দেওয়া কংক্রিট প্রাচীর সরিয়ে ফেলার সিদ্ধান্তেরও সমালোচনা করলেন শনিবার৷ তাঁর মতে, এসব ব্লাস্ট ওয়াল এতো তড়িঘড়ি করে সরিয়ে ফেলা ঠিক হয়নি৷ কেননা এর ফলে বুধবারের বোমা হামলা সহজতর হয়েছে৷ উল্লেখ্য, শনিবার আবারও মন্ত্রণালয়ের আশ-পাশের রাস্তায় ব্লাস্ট ওয়াল পুনঃস্থাপনের জন্য জড়ো করা হয়েছে৷
পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ার জেবারি বলেছেন, বাগদাদে সাম্প্রতিক ট্রাক বোমা হামলার সাথে খোদ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও জড়িত থাকতে পারে৷ তিনি আরও বলেছেন, বাগদাদে পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের কাছে দুটি ট্রাক বোমা হামলার জন্য হয়তো কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল এবং হামলাকারীরা কারো না কারো সহযোগিতা নিয়েছে৷ তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও সহযোগিতা পেয়ে থাকতে পারে৷ প্রধানমন্ত্রী নূরি আল মালিকি মন্ত্রণালয় এলাকার দায়িত্বে নিযুক্ত পদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ জারি করেছেন বলেও জানিয়েছেন জেবারি৷ গত বুধবারের ট্রাক বোমা হামলায় ৯৫ জন নিহত ও সহস্রাধিক আহত হয়েছে৷
এদিকে, শনিবারও বাগদাদ, মসুল ও বাকুবায় পৃথক তিনটি বোমা হামলায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছে৷ ভোরে বাগদাদে সেনাবাহিনীর একটি গাড়ী লক্ষ্য করে অজ্ঞাত অস্ত্রধারীরা গুলি চালালে দুই ইরাকি সৈন্য নিহত ও একজন আহত হয়৷ এছাড়া, দক্ষিণ বাগদাদে এক বোমা বিস্ফোরণে দুই জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে৷ দিয়ালা প্রদেশের কেন্দ্রীয় শহর বাকুবার কাছে এক বোমা বিস্ফোরণে একজন সৈন্য নিহত ও চার জন আহত হয়েছে৷ একইদিনে মসুলে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় নিহত হয়েছে আরো তিন জন৷
প্রতিবেদক: হোসাইন আবদুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী