জাকাতের শাড়ি বিতরণ
১৭ আগস্ট ২০১২বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারির ঠিক আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে৷ ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলকে জানান, রাজধানীর ফকিরাপুল এলাকার ১০৫ নম্বর মালেক মার্কেটে জাকাতের শাড়ি এবং লুঙ্গি নিতে বিকেলে কয়েক হাজার নিম্নবিত্ত নারী ও পুরুষ জড়ো হন৷ নীচে লোকজন জড়ো হলেও কাপড় দেয়া হচ্ছিল দোতলা থেকে৷ এতে এক পর্যায়ে বিশৃঙ্খলা দেখা দেয় এবং পদদলিত হয়ে তিন জন মহিলা নিহত হন৷
তিনি জানান, এই ঘটনায় ওই বাড়ির ম্যানেজার শামীমকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো এলাকায়৷
মাসুদুর রহমান জানান, পুলিশকে না জানিয়ে এবং শৃঙ্খলা নিশ্চিত না করে এভাবে জাকাতের কাপড় বিতরণ বেআইনী৷ তাই ভবিষ্যতে কেউ পুলিশকে না জানিয়ে এভাবে জাকাতের কাপড় বিতরণ করতে পারবেনা৷
জাকাতের কাপড় নিতে গিয়ে এভাবে পদদলিত হয়ে নিহত ওয়ার ঘটনা বাংলাদেশে প্রতিবছরই ঘটে৷ তারপরও প্রতিকারের কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা৷ আর যারা এভাবে নিম্নবিত্ত মানুষকে লম্বা লাইনে দাঁড় করিয়ে জাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণ করেন, তারাও সচেতন হন না৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ