নিরাপত্তা ঝুঁকির মুখে বাংলাদেশ
৪ মার্চ ২০০৯বাংলাদেশ পিস এন্ড সিকিউরিটি ষ্টাডিজ এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, এসব অস্ত্র আর গোলাবারুদ এখন দেশের অভ্যন্তরেই হাত বদলের অপেক্ষায় আছে৷ তার আশংকা এসব অস্ত্র জঙ্গীদের হাতে চলে যেতে পারে৷ চলে যেতে পারে পেশাদার সন্ত্রাসী গ্রুপের হাতে৷ তিনি বলেন, জঙ্গীরা অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য এধরনের ঘটনার অপেক্ষায় থাকে৷ আর বিপথগামী বিডিআর জওয়ানরা নিরাপত্তা ও অর্থের জন্য তা বিক্রি করে দেবে এটাই স্বাভাবিক৷ এসব অস্ত্র দিয়ে জঙ্গীরা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে৷
জেনারেল মুনিরুজ্জামান বলেন, বিডিআর সদর দফতরে বিদ্রোহের সময় জওয়ানরা মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদের অফিস ও বাসা তছনছ করেছে৷ লক্ষ্যনীয় যে তারা আলমারী ও এটাচি কেস খুলে কাগজপত্র নষ্ট করেছে এবং নিয়ে গেছে৷ তারা রেকর্ডরুমও লুট করেছে৷ বিডিআর মহাপরিচালকের কাছে স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ন নথি-পত্র, ম্যাপ ও নকশা থাকে৷ সেগুলো এখন বেহাত হয়ে গেছে বলে তার আশংকা৷ আর তা যদি শত্রুপক্ষের হাতে পড়ে তাহলে বাংলাদেশের নিরাপত্তা কৌশল জেনে যাবে তারা৷ যা দেশকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে ঠেলে দেবে৷
এই নিরাপত্তা বিশ্লেষক দেশের নিরাপত্তার স্বার্থে এখনই অস্ত্র ও নিরাপত্তা ডকুমেন্ট উদ্ধারে ব্যাবস্থা নেয়ার কথা বলেছেন৷