নারীর সঙ্গে পুলিশের এ কেমন ব্যবহার?
২৫ অক্টোবর ২০১৮আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা৷ কিন্তু প্রায়ই বাংলাদেশে চেকিংয়ের নামে হেনস্থা করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে৷ অনেকের পকেটে ইয়াবা গুঁজে দিয়ে মামলা দেয়ারও অভিযোগ রয়েছে৷ সম্প্রতি একটি ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে৷
রাকিব রাজ নামক পুলিশের এক সদস্য ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন গত সোমবার রাতে৷ সেখানে তিনি লেখেন, ‘‘দেখুন একটা অসভ্য মেয়ের কারসাজি৷ আজ রাত ২ টায় (২২.১০.১৮ তাং) এই মেয়েটাকে পুলিশ চেক পোষ্টে পুলিশ চেক করতে চাইলে সে পুলিশের সাথে এইরকম ব্যবহার করে৷ সবাই প্লিজ শেয়ার করবেন৷’’ পরে বিভিন্ন নামে একই পোস্ট বিভিন্ন পাবলিক গ্রুপেও পোস্ট করা হয়৷
ঘটনাটি হলো, গভীর রাতে মেয়েটি সিএনজি'তে করে কোথাও যাচ্ছিলেন৷ উত্তরা-খিলখেতের দিকে কোনো এক চেকপোস্টে মেয়েটিকে আটকায় পুলিশ৷ এরপর তাঁকে চেক করার বদলে বাকবিতণ্ডা শুরু করে৷ ভিডিওতে দেখা যায়, মেয়েটি কোনো এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অশোভন আচরণ করার অভিযোগ আনেন৷ পুলিশ সদস্যরা তাঁকে বাজে কথাও বলেন৷ বলেন, মেয়েটি নাকি ‘‘হোটেল থেকে নেমে এসেছেন৷’’
উপস্থিত পুলিশ সদস্যদের এমন আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ হন সেই নারী৷ তারা এরপর তাঁকে ‘অ্যাডিক্টেড’ বলেও মন্তব্য করেন৷
ভিডিওটি রাকিব রাজ ফেসবুকে প্রকাশ করলে উল্টো পুলিশ সদস্যদের এমন আচরণের কঠোর সমালোচনা শুরু হয়৷ একজন নারী রাতের বেলা চলাফেরা করলেই তিনি খারাপ– পুলিশ সদস্যদের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়৷ পরের দিন সেই রাকিব রাজের ফেসবুক প্রোফাইলটিই আর খুঁজে পাওয়া যায়নি৷
এদিকে, ভিডিওটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে ঢাকা মেট্রোপলিটান পুলিশ জানায়, বিষয়টি তাদের নজরে এসেছে এবং অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে৷
ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘‘ভিডিওকারী পুলিশ সদস্যদের শনাক্ত করা হয়েছে৷ তাদের দুজনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে৷ সম্মানিত কমিশনার মহোদয়ের অনুমতিক্রমে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে৷ আশা করি, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হচ্ছে৷’’
পুলিশ ভিডিওটির মাধ্যমে ঘৃণা না ছড়ানোর আহ্বান জানিয়েছে৷
জেডএ/এসিবি
১৩ আগস্টের ছবিঘরটি দেখুন...