শরীর পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত রাখার নানাধরনের পণ্যে সুপারমার্কেটের তাকগুলো ভরা থাকে৷ এগুলোর মধ্যে ওয়াইপস, জেল, স্প্রের ছড়াছড়ি৷ বিদেশের সুপারমার্কেটগুলোতে এগুলো বেশি চোখে পড়ে৷ এই পণ্যগুলোর দাবি, যোনী এবং ভালভা পরিষ্কারে এদের তুলনা নেই৷ কীভাবে আপনার যৌনাঙ্গের সুস্বাস্থ্য বজায় রাখবেন সেজন্য আমাদের কাছে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস৷