নতুনদিল্লীতে সিরিজ বোমা বিস্ফোরন
১৩ সেপ্টেম্বর ২০০৮বিজ্ঞাপন
দিল্লীর বাণিজ্যিক এলাকা বা মার্কেট প্লেস হিসেবে পরিচিত কনটপ্লেসে ২টি ,গ্রেটার কৈলাসে ২টি ,এবং গফ্ফর মার্কেটে একটি বিস্ফোরণ ঘটে৷সবগুলো এলাকায় অভিজাত এলাকা হিসেবে পরিচিত৷ বিস্ফোরণের পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে৷অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷সম্প্রতি গুজরাটের আহমেদাবাদে ঘটা বিস্ফোরণের মতই শনিবারের বিস্ফোরণের তীব্রতা বলে জানা গেছে৷
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিস্ফোরণগুলো ঘটার আগে ইন্ডিয়ান মুজাহিদিন নামে একটি গোষ্ঠীর তরফ থেকে পাঠানো ই-মেইল-এ বলা হয়েছে,যা পারো করতে পারো ,পারলে আমাদের থামাও৷ সম্প্রতি আরো দুটি বোমা হামলার দায়িত্বও এই গোষ্ঠীটিই স্বিকার করেছে৷ শনিবারের বিস্ফোরণের পর ভারত সরকার হাই এলার্ট জারী করেছে৷ বিস্ফোরণগুলোর নিন্দা জানিয়েছে পাকিস্তান৷