নতুনদিল্লীতে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বাড়ছে
১৩ সেপ্টেম্বর ২০০৮আধঘন্টার ব্যবধানে পর পর ৫টি বোমা বিস্ফোরণ হয় পশ্চিমদিল্লীর গফর মার্কেট, মধ্য দিল্লীর কনট্ প্লেস এবং দক্ষিণদিল্লীর গ্রেটার কৈলাসে৷
উদ্ধার করা হয়েছে আরো ৪টি তাজা বোমা৷ দুটো ইন্ডিয়া গেট থেকে, একটি সিনেমা হলের কাছে আর অন্যটি পার্লামেন্ট স্ট্রীট থেকে৷ এসব বোমায় কি ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি৷ ইতিমধ্যে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে৷
বিস্ফোরণের দায় স্বীকার করে ই-মেইল পাঠিয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গী গোষ্ঠী৷ পুলিশের মতে, ইন্ডিয়ান মুজাহিদিন, নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সংক্ষেপে সিমির অপর নাম৷ হালের আহমেদাবাদ বিস্ফোরণ কান্ডের দায়ও স্বীকার করেছিলো এরাই৷
এদিকে, কেন্দ্রীয় সরকারের নিস্কৃয়তার অভিযোগ এনেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বলেছেন, দশদিন আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করে তিনি বলে এসেছিলেন যে, গুজরাট বিস্ফোরণ কান্ডের চাঁইকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে সে জানায় যে, পরবর্তী বোমা হামলা হবে দিল্লীতে৷ সব কিছু তৈরী৷ শুধু সময়ের অপেক্ষা৷
প্রসঙ্গত, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মেট্রো রেল, সিনেমা হল, দোকান পাট বন্ধ হয়ে যায়৷