রোববার ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো জার্মান সংসদ বুন্ডেসটাগের নির্বাচন৷ ভোটদান ও গণনাশেষে সরকার গড়ার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি সিডিইউ-সিএসইউ জোট৷ আর কোন দল তাদের জোটসঙ্গী হতে পারেন, সেই আলোচনায় ব্যস্ত বিশেষজ্ঞরা৷ সে যাই হোক না কেন, সাধারণ ভোটাররা কেমন সরকার চাইছেন? তাদের প্রত্যাশাই বা কী, জানুন এই ভিডিওতে৷