ধ্বংসস্তূপের নাম আফগানিস্তান
ভূমিকম্পে হাজারেরও বেশি মানুষের মৃত্যু। এখন নিখোঁজ বহু। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা।
ভূমিকম্পের জের
বুধবার ভূমিকম্প হয় আফগানিস্তানে। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ছয়। যার জেরে পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে। আফগানিস্তানের তালেবান প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা হাজারের কিছু বেশি।
কিছুই অবশিষ্ট নেই
ভূমিকম্প কার্যত ধ্বংস হয়ে গেছে বাড়িটি। একসময় বোমারু বিমানের হামলায় এমন অবস্থা হতো বাড়িঘরের। ভূমিকম্পের পর গোটা গ্রাম ফাঁকা হয়ে গেছে।
প্রিয়জনকে উদ্ধারের চেষ্টা
ভেঙে গেছে বাড়ি। ধ্বংসস্তূপে আটকে প্রিয়জন। তাদেরই উদ্ধারে হাত লাগিয়েছে স্থানীয় মানুষ।
হেলিকপ্টারে উদ্ধার
প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে সেখানে উদ্ধার কাজ চলছে।
আবহাওয়া প্রতিকূল
সবর্ত্র পৌঁছানোই সম্ভব হয়নি এখনো। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। ধস নামছে বিভিন্ন এলাকায়। ফলে হেলিকপ্টার নিয়েও সর্বত্র পৌঁছানো সম্ভব হচ্ছে না।
ধ্বংসস্তূপে আটকে অনেকে
পাকটিকার অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে কাজ করতে গেছে বহু স্বাস্থ্যকর্মী। তাদেরই একজন সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রত্যন্ত এলাকায় এখনো পৌঁছানো যায়নি। খবর পাওয়া যাচ্ছে, সেখানে ধ্বংসস্তূপের নীচে এখনো আটকে বহু মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অন্ধকারেও চলছে উদ্ধারকাজ
প্রবল অন্ধকার। বিদ্যুতের লাইন নষ্ট হয়ে গেছে। টর্চ নিয়ে উদ্ধার কাজ চালানোর চেষ্টায় উদ্ধারকারীরা।
অস্থায়ী ক্যাম্প
একাধিক জায়গায় তৈরি হয়েছে অস্থায়ী ক্যাম্প। তবে সেখানেও নানা অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে সাধারণ মানুষকে।
সাহায্যের আশ্বাস
জাপান আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে। অ্যামেরিকার কাছেও সাহায্য চেয়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। কিন্তু মার্কিন প্রশাসন জানিয়েছে, তাদের কাছে এমন কোনো তথ্য নেই। তবে সাহায্য প্রয়োজন হলে অ্যামেরিকা কথা বলতে প্রস্তুত বলে জানানো হয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)