ধোঁয়ার চাদরে ঢাকা দিল্লির আকাশ
দীপাবলির আগে একাধিক নিয়ম ঘোষণা করেছে দিল্লির সরকার। প্রাইভেট গাড়ির ক্ষেত্রে চালু হবে অড-ইভেন নীতি।
ধোঁয়াশায় দিল্লি
ভোরের দিল্লি। দৃশ্যমানতা নেই বললেই চলে। সূর্য উঠলেও তার আলো আটকে যাচ্ছে ধোঁয়ার চাদরে।
অসহায় পর্যটক
বছরের এই সময়ে বহু মানুষ বেড়াতে আসেন ভারতে। রাজধানী দিল্লি ভরে থাকে বিদেশি পর্যটকে। তারা সকলেই মাস্ক ব্যবহার করছেন। ফ্রান্স থেকে আসা এক পর্যটক ডয়চে ভেলেকে জানিয়েছেন, পরিকল্পনা বদলে পূর্ব ভারতে যাওয়ার কথা ভাবছেন তিনি। দিল্লিতে দম নিতে পারছেন না।
প্রাতঃভ্রমণ বন্ধ
ভোরে বহু মানুষ হাঁটতে বের হন দিল্লির রাস্তায়। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এই পরিস্থিতিতে বয়স্ক মানুষদের প্রাতঃভ্রমণে বার হওয়াও উচিত নয়। বিশেষ করে ভোরের দিকে দূষিত ধূলিকণা বায়ুস্তরের নিচের দিকে থাকে। ফলে দূষণের মাত্রা সবচেয়ে বেশি থাকে ওই সময়।
পরিস্থিতি এখনো ভয়াবহ
ন্যাশনাল ক্যাপিটল রিজিয়ানে (এনসিআর) দূষণের মাত্রা এখনো আকাশ ছোঁয়া। সুস্থ থাকার জন্য যেখানে প্রয়োজন ৫০ একিউআই, সেখানে দিল্লির একিউআই জায়গায় জায়গায় ৫০০ ছাড়িয়েছে।
দীপাবলিতে বাজি নয়
দীপাবলিতে যাতে কোনোভাবেই বাজি না ফাটে সে দিকে দৃষ্টি রাখতে বলেছে সরকার। যদিও প্রতিবছরই এ কথা বলা হয় কিন্তু বাস্তবে তা মানা হয় না।
গাড়িতে অড-ইভেন
দীপাবলির পরদিন থেকে প্রাইভেট গাড়ির ক্ষেত্রে অড-ইভেন নীতি মানতে হবে। অর্থাৎ, একদিন ইভেন এবং একদিন অড নম্বরের গাড়ি রাস্তায় থাকবে। এর আগেও এই নিয়ম চালু হয়েছে দিল্লিতে।
সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্ট পাঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছে, কোনোভাবেই যাতে খড় পোড়ানো না হয়। কিন্তু তা সত্ত্বেও পাঞ্জাব এবং হরিয়ানার জায়গায় জায়গায় খড় পোড়ানো হচ্ছে।