পশ্চিমবঙ্গ নারী কমিশনের সাবেক চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় বলেন, আইনের যে সংস্থান আছে, "সেগুলির ব্যবহার করা হোক। ফরেনসিক পরীক্ষা করা হোক। দ্রুত বিচারের জন্য আদালতের শূন্যপদ পূরণ করুক সরকার। থানায় গেলে পুলিশ অভিযোগ নিক, এটার নিশ্চয়তা দরকার। এসবের দাবি না তুলে এনকাউন্টারের কথা বলা সভ্যতার বিরোধী।"