দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় সিরিয়ায় হামলার দাবি ইসরায়েলের
১ মে ২০২৫এদিকে ইসরায়েলের এমন হামলাকে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে সিরিয়া৷ তবে বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি৷ দ্রুজ সম্পদ্রায়সহ সিরিয়ার সকল গোষ্ঠীর সুরক্ষার প্রতিশ্রুতির কথা বলা হয়েছে সেখানে৷
দ্রুজ হলো সিরিয়ায় বসবাসরত একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী৷ ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত৷ সিরিয়া ছাড়াও লেবানন এবং ইসরায়েলে এই ধর্মীয় গোষ্ঠীর লোকেদের বসবাস রয়েছে৷
চলতি সপ্তাহে দামেস্কের সাহনায়াহ শহরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৪০ জন নিহত হয়৷ সংবাদমাদ্যমের খবরে বলা হয়, দামেস্কের নিকটবর্তী সাহনায়াহ এলাকায় বসাবাসরত ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছিল৷ এই অঞ্চলটিতে দ্রুজ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন৷
সেই সময় দ্রুজদের উপর হামলার বিষয়ে সতর্ক করে ইসরায়েল৷
এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেন, ইসরায়েলি সেনারা সাহানায়াতে একটি সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছে৷ সেখানকার একটি কট্টরপন্থি গোষ্ঠী দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল৷ তাদের ওপর হামরা চালানো হয়েছে বলে জানায় ইসরায়েল৷
সেইসাথে এই হামলাকে সিরিয়া প্রশাসনের প্রতি সতর্কবার্তা বলছে ইসরায়েল৷ ইসরায়েল আশা করছে, দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষায় পদক্ষেপ নেবে সিরিয়ার প্রশাসন৷
আরআর/এসিবি (রয়টার্স)