দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার জয়ের হাতছানি
৩০ ডিসেম্বর ২০১১দিলহারা ফারনান্দোর বোলিং এবং মাহেলা জয়াবর্ধনার ক্যাচ – এই ছিল গ্রাহাম স্মিথের বিদায়ের ঘন্টাধ্বনি৷ শ্রীলঙ্কা আশা করছে সিরিজ জেতার৷
৪৫০ রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ছয় উইকেটে করেছে ১৩৬ রান৷ তাদের প্রয়োজন আরো ৩১৪ রান৷
গ্রাহাম স্মিথ আউট হয়ে যাবার পর দক্ষিণ আফ্রিকার খেলায় ধস নামে৷ তবে হাল ধরে রাখেন হাশিম আমলা এবং জ্যাক ক্যালিস৷ দুজনে মিলে ৫১ রান করেন৷ তারপরও খেলা এখন শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে৷ দুপুরের বিরতির পর রুডল্ফ আউট হয়ে যান৷ এই ক্যাচটিও ধরেন মাহেলা জয়বর্ধনা৷
দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার আউটটি ছিল দুঃখজনক৷ ক্রিকেট বিশেষজ্ঞরা একে বলছে সুইসাইডাল রান৷ কারণ ব্যাট করেই হাশিম আমলা রান নিতে দৌড় দেন কিন্তু অপর ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স প্রথমে দৌড়াননি৷ অথচ ততক্ষণে আমলা পৌঁছে গেছেন অন্যপ্রান্তে৷ দুজন ব্যাটসম্যান একই জায়গায় দাঁড়িয়ে৷ হাশিম আমলার উইকেট চলে যায়৷
এর কিছুক্ষণ পরই প্রিন্স আউট হয়ে যান৷ ক্রিজে থাকেন ডি ভিলার্স৷
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতেছিল৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: জাহিদুল হক