দেশে দেশে যুদ্ধবিরোধী প্রতিবাদ
ইরানে মার্কিন হামলার প্রতিবাদ ও ইরান-ইসরায়েল যুদ্ধবিরোধী শ্লোগানে মুখরিত হয়েছে বিশ্বের অনেক শহর৷ অ্যামেরিকা, ইউরোপ বা এশিয়া - সবখানেই যুদ্ধ বন্ধের দাবি উঠেছে৷
লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যুদ্ধবিরোধী সমাবেশ হয়েছে৷ সেখানে বিভিন্ন ব্যানারে ‘নো ওয়ার অন ইরান’ বা ‘হ্যান্ডস অফ ইরান’ লেখা ব্যানার দেখা গেছে৷
এথেন্স, গ্রিস
এথেন্সে মার্কিন দূতাবাসের বাইরে এভাবে আগুনের ফুলকি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে একদল তরুণ৷
টোকিও, জাপান
জাপানের টোকিও শহরের রাস্তায় ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিবাদে এমন মানববন্ধন দেখা গেছে৷
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
শুধু লস অ্যাঞ্জেলেস নয় যুক্তরাষ্ট্রের আরো শহরে প্রতিবাদ দেখা গেছে৷ নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধ চাপিয়ে না দেয়ার দাবি জানানো হয়৷
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে ইরানে মার্কিন হামলার প্রতিবাদ করা হয়৷
প্যারিস, ফ্রান্স
ফ্রান্সের প্যারিসেও ইরানে মার্কিন হামলার প্রতিবাদ করা হয়৷ তবে সেখানে ইরানে নারীদের আরো অধিকার ও স্বাধীনতার দাবিও তোলা হয়৷
হায়াদ্রাবাদ, ভারত
ভারতের হায়াদ্রাবাদে বামপন্থি সংগঠনগুলোর সদস্যরা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিবাদ জানিয়েছেন৷
সোউল, দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সোউলে মার্কিন দূতাবাসের সামনে সুশীল সমাজের প্রতিনিধিরা ইরানে মার্কিন হামলার প্রতিবাদ জানিয়েছেন৷