বিজ্ঞাপন
দলগতভাবে তারা মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন৷ বলেন, ‘‘আমরা যে সংস্কারের কথা বলছি, সেখানে দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে সেজন্য সংস্কার করতে হবে৷ এই সংস্কারের পক্ষে আমরা কথা বলছি৷ মাঠ পর্যায়ে যে দুর্নীতি হয়, সেটার যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং বিচার হয় সেই কাঠামোগত পরিবর্তন প্রয়োজন৷ আরেকটা বিষয়, আমরা দল গঠনের আগে থেকেই অনেক বেশি প্রোপাগান্ডার মধ্য দিয়ে যেতে হয়েছে৷ ফলে আমরা চাই কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷’’