দুর্নীতি : শারন রেহাই পেলেন
১৬ জুন ২০০৪বিজ্ঞাপন
ইস্রায়েলের প্রধানমন্ত্রী আরিয়েল শারন-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে না৷ মঙ্গলবার জেরুজ়ালেম-এ ইস্রায়েলের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, যে শারনের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া যায় নি৷ এর ফলে শারনের রাজনৈতিক ভবিষ্যতকে ঘিরে গত কয়েক মাসের জল্পনা-কল্পনা আপাতত শেষ হলো৷ শারনের এক পুত্র গ্রিসে সম্পত্তি কেনার সময়ে এক ইস্রায়েলী ব্যবসায়ীর কাছ থেকে যে অর্থ পেয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, সেই বিষয়টিকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত হয়৷