দুর্নীতি বিরোধী অভিযান জোরদার করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি
৩০ জুন ২০০৮সংলাপে জাতীয় পার্টির নেতারা বলেন, স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন রোডম্যাপ অনুযায়ি হতে হবে৷ কে নির্বাচনে এলো আর না এলো তা বিবেচনা করার দায়িত্ব এই সরকারের নয়৷ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গনতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই৷ তিনি নির্বাচন বয়কট সংস্কৃতির সমলোচনা করেন৷
জাতীয় পার্টির বক্তব্যের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সরকারের দুর্নীতি বিরোধী অভিযোনে ভাটা পড়েনি৷ সরকার কোন দুর্নীতিবাজকে অনুকম্পা দেখাবে না৷ কেউ আদালতে দুর্নীতিবাজ ও অপরাধী প্রমানিত হলে নির্বাচনের অযোগ্য হবেন৷
অন্যদিকে, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচনের সময় জরুরী অবস্থা প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি দেবে বলে ঘোষণা করেছে৷ জোটের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের কোন যৌক্তিক কারণ নেই৷ এর মধ্যে সরকারের দূরভিসন্ধি রয়েছে৷