দুই নারীর ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
৩ মার্চ ২০২৫সোমবার রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের পেছনে লালমাটিয়া এলাকায় নারীদের প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ'-এর প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়৷
গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় ‘মব' তৈরি করে দুই নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটে৷ এ সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে৷ ওই ঘটনার প্রতিবাদে একই স্থানে আজ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো৷
সমাবেশে অংশ নেয় প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া ইসলাম সংবাদ মাধ্যমটিকে বলেন, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ‘মবের' উসকানিদাতায় পরিণত হয়েছেন। তিনি বলেন, ‘‘নির্যাতনের শিকার নারীরা যা করেছেন তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স হয়। কিন্তু তাদের শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ)৷ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে একটা ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন?''
শনিবার সন্ধ্যায় দুই তরুণী আক্রমণের মুখে পড়েছিলেন ধূমপান করা নিয়ে৷ ধূমপান করায় তাদের ওপর চড়াও হওয়া এবং এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী তরুণীদের একজন অভিযোগ করেছেন৷ এ ঘটনা জানাজানি হওয়ার পর ফেসবুকে অনেকে প্রতিবাদ জানান৷
এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল৷ তারা (লোকেরা) বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল৷'' তিনি বলেন, ‘‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ৷ তাই সবাইকে অনুরোধ করবো, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে৷''
এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে নারীরা নিরাপদ নন বলে মন্তব্য করেন আজকের প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া নারীরা৷ অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন তারা৷
সমাবেশের আগে আড়ংয়ের পেছনের সড়ক থেকে একটি মিছিল লালমাটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷ এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', ‘মবের বিরুদ্ধে, আগুন জ্বালাও এক সাথে', ‘অবিলম্বে জাহাঙ্গীরকে, পদত্যাগ করতে হবে', ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে' ইত্যাদি স্লোগান দেন নারীরা৷
অনেকের হাতে ‘স্লাটশেমিং বন্ধ করতে হবে', ‘বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি', ‘আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকার', ‘নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়?' ইত্যাদি লেখা–সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়৷
এফএস/এসিবি (প্রথম আলো)