দিল্লিতে যমুনার জল বিপদসীমার উপরে, থামছে না বৃষ্টি
বুধবার আবার মেঘফাটা বৃষ্টি হয়েছে হিমাচলে। ধসে গেছে রাস্তা। দিল্লিতে যমুনা লাগোয়া অঞ্চলে ঘরের ভিতর জল।
আশ্রয় শিবিরে মানুষ
দিল্লির যমুনা বাজার, বসন্ত বিহার অঞ্চলে বহু মহল্লায় যমুনার জল ঢুকে গেছে। স্থানীয় মানুষকে উদ্ধার করে আশ্রয় শিবিরে এনে রাখা হয়েছে। এর মধ্যে যমুনা বাজার অঞ্চলে প্রায় ৩০০ পরিবারকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে।
প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ
দিল্লির প্রশাসন যমুনা সংলগ্ন অঞ্চলে অস্থায়ী তাবুর ব্যবস্থা করেছে। সাধারণ মানুষকে উদ্ধার করে সেখানে এনে রাখা হচ্ছে। তবে স্থানীয় মানুষের অভিযোগ, প্রয়োজনের তুলনায় আশ্রয় শিবির অপ্রতুল। বহু মানুষ ফ্লাইওভারের তলায় আশ্রয় নিয়েছেন।
দিল্লি জুড়ে লাল সতর্কতা
সোমবারই দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছিল। বুধবার পর্যন্ত তা জারি আছে। মঙ্গলবার সারাদিন বৃষ্টি হয়েছে, বুধবারও সকাল থেকে বৃষ্টি। যমুনার জল আরো বাড়তে পারে এই আশঙ্কায় যমুনা সংলগ্ন অঞ্চল ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘরে ভিতর জল
যমুনা সংলগ্ন যমুনা বাজার এলাকায় গোটা মহল্লা ভেসে গেছে জলে। ঘরের ভিতর কোথাও কোথাও এক মানুষ সমান জল।
জল বেড়েছে আচমকা
স্থানীয় মানুষের বক্তব্য, মাঝ রাতে আচমকাই জল বাড়তে শুরু করে। সোমবার রাত তিনটে থেকে তাদের উদ্ধার করে আশ্রয় শিবিরে নিয়ে যায় প্রশাসন। ফলে প্রয়োজনীয় জিনিস বাড়ি থেকে সরাতে পারেননি তারা।
খুলে দেওয়া হয়েছে বাঁধ
দিল্লির কাছে যমুনার উপর তৈরি বাঁধগুলি খুলে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, পাহাড় থেকে জলস্রোত এত তীব্র গতিতে নামছে যে, বাঁধ না খুললে ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল।
পাহাড়ে ধস
উত্তরাখণ্ড, হিমাচলে মঙ্গলবার বিকেলেও মেঘফাটা বৃষ্টি হয়েছে। চণ্ডিগড়-হিমাচল হাইওয়ের উপরে ধস নেমেছে। রাস্তা তলিয়ে গেছে বিতস্তা নদীর জলে।
আশার আলো
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সপ্তাহের শেষের মধ্যে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। পাহাড়ি নদীগুলিতে জলের পরিমাণ কিছুটা কমলে যমুনার জলও নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করা হচ্ছে।