দল দিয়ে ইসলামের বিচার করা যাবে না: মাওলানা গাজী আতাউর রহমান
৬ জানুয়ারি ২০২৩ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে আলোচক হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু৷
নিজেদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের বলেন, ‘‘লক্ষ্য অর্জনের জন্য আমাদের ক্ষমতায় যেতে হবে৷ আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় গিয়ে লাভ নেই৷ জনগণ চাইলে এককভাবে ক্ষমতায় যাওয়া সম্ভব৷''
ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে প্রথমত সবকটি ইসলামিক দল থাকুক বলেই চান মাওলানা গাজী আতাউর রহমান৷ তবে জামায়ত ইসলামীকে চান না তারা৷ কারণ তার মতে, জনগণের কাছে জামায়াত ইসলাম রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে৷
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, মতবাদ, মতাদর্শ, ধর্মীয় স্টিগমা থেকে বেরিয়ে অধিকারভিত্তিক রাজনীতির কথা বলছেন তারা৷ তার কথায়, বাংলাদেশের মানুষ একধরনের মধ্যপন্থাকে পছন্দ করে৷ তাই তারা কট্টরপন্থা চান না৷
মুসলিম অধ্যুষিত দেশ এবং ইউরোপের দেশগুলোকে বিশ্লেষণ করে অধিকারভিত্তিক রাজনীতির কথা বলেন মজিবুর রহমান মঞ্জু৷ মালয়েশিয়া, মিশর, তুরস্ক, টিউনিশিয়ার উদাহরণ দেন তিনি৷
তার কথায়, ‘‘মতাদর্শের থেকে উন্নয়ন, বিচার ও মানুষের অধিকারে ফোকাস করা উচিত৷''
এই প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিবের মত, সত্যিকারের ইসলামি দল হলে একদল অন্য দলের প্রাণনাশের চেষ্টা করত না৷ তাই আওয়ামী লীগ বা বিএনপি মধ্যপন্থী নয়৷
মাওলানা গাজী আতাউর রহমানের বলেন, ‘‘দল দিয়ে ইসলামের বিচার করা যাবে না৷ দলের জন্য ইসলাম দায়ী না৷ সংগঠন দায় নিতে পারে৷'' আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রের নাগরিকদের আশরাফ আতরাফ চিন্তা করা যাবে না৷ ইসলাম রাষ্ট্রের সব নাগরিকের অধিকারের সমান৷
মাওলানা গাজী আতাউর রহমানের দাবি, ‘‘বাংলাদেশে তারা কোনো পক্ষে নেই৷ তাই কোনো পক্ষ তাদের উত্তেজিত করতে চায় না৷ তাদের রাজনীতির দর্শন হলো সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা৷''
নির্বাচনের আগে ধর্মীয় দলগুলোর গুরুত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন , ‘‘ভোট এলে হিজাব তসবি পরে পোস্টার ছাপানো হয়৷ মসজিদ মাদ্রাসায় দানের পরিমাণও বাড়ে৷ ইসলামিক দল যারা করেন, তারাও মন্দির-প্যাগোডায় যান৷ ধর্মটা ভোটে মানুষের ফেভার নেয়ার জন্য ব্যবহার করা হয়৷ ইসলামিক দলগুলোও ভাবে কোন দলের কাছে গেলে বেশি আসন পাওয়া যায়৷ কারণ রাজনীতির মূল জায়গা ক্ষমতা৷ দোষটা নীতিহীনতার, ক্ষমতাপ্রাপ্তির লোভ৷ ইসলামের কোনো দায় নেই৷ ইসলামকে জুড়ে দেয়া হয়েছে৷ ''
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ধর্ম বিষয়টা সংবেদনশীল৷ সংখ্যালঘু না হলে তাদের সমস্যা বোঝা সম্ভব নয়৷''
অন্যদিকে মাওলানা গাজী আতাউর রহমানের মত, ‘‘ধর্মীয়ভাবে আলাদা পরিচয় হলেও সবাই আমাদের জাতির অংশ৷ ধর্মীয় ক্ষুদ্র অংশকে বিশেষ যত্ন নেয়া উচিত৷’’
আরকেসি/এফএস