বিজ্ঞাপন
তিনি বলেন, ‘‘যে চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা আমি তেমন গুরুত্বপূর্ণ মনে করি না৷ দরকার বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি৷ পাকিস্তান ২৫ কোটি মানুষের একটি বাজার৷ সেই বাজারকে আমাদের টার্গেট করতে হবে৷''২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের আকার ছিল ৮৬.৫ কোটি ডলার, যা তার আগের বছরে ছিল ৭১.১৭ কোটি ডলার৷ পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ৬৬ কোটি ডলার থেকে বেড়ে হয়েছে ৭৮.৭ কোটি ডলার হয়েছে৷ আর বাংলাদেশের রপ্তানি ৫.৬ কোটি ডলার থেকে বেড়ে হয়েছে ৭.৮ কোটি ডলার৷ ড. মাহফুজ কবির খান মনে করেন, এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপরে বাংলাদেশের জোর দেয়া উচিত৷