দক্ষিণ সুদানে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছেন হলিউড স্টার জর্জ ক্লুনি
৯ জানুয়ারি ২০১১একথা জিজ্ঞেস করলে, প্রথম উত্তর হবে ‘না'৷ কিন্তু জানেন কী, বাস্তবে এই কঠিন কাজটিই করছেন হলিউড স্টার জর্জ ক্লুনি৷ আর আফ্রিকার সেই জায়গাটি হচ্ছে সুদানের দক্ষিণাঞ্চল ৷ সুদানের দক্ষিণাঞ্চলের রাজধানী জুবার জনগন স্বাধীনতার জন্যে সপ্তাহব্যাপী ভোটে অংশ নিচ্ছেন৷ আর সেখানেই নিজের পরিচিতি এবং জনপ্রিয়তা ব্যাবহার করে, অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্যে কাজ করছেন ক্লুনি৷ ঐ অঞ্চলের লোকজন যেন আবারো যুদ্ধে জড়িয়ে না পরেন, সেই লক্ষ্যে পরিচালিত কাজে সহায়তা করছেন হলিউড স্টার জর্জ ক্লুনি৷
অ্যাসোসিয়েটেড প্রেস এপি-কে ক্লুনি বলেন, ‘‘আমাদের কাজ হচ্ছে এই অঞ্চলের সব খবরকে সংবাদের একেবারে শীর্ষে তুলে নিয়ে আসার চেষ্টা করা''৷ এদিকে নির্বাচনের শুরুতেই সুদানে সম্ভাব্য সহিংসতার হুমকির পরে ক্লুনি বলেন, ‘ভোঁদড় যেমন ঘরের মধ্যে থাকে', তাঁর অনুভুতিও ঐরকম৷ তবে তিনি বলেন, সবকিছু সত্ত্বেও, রবিবারে শুরু হওয়া এই নির্বাচনের ফলাফল হবে একটা নতুন রাষ্ট্রের জন্ম৷ এটা চিন্তা করাও একটা দারুণ ব্যাপার৷
প্রতিবেদন:ফাহমিদা সুলতানা
সম্পাদনা:আরাফাতুল ইসলাম