দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ দেশে ভূমিকম্প, মিয়ানমারে নিহত ১৪৪
২৮ মার্চ ২০২৫যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউ.এস.জি.এস) জানিয়েছে, মিয়ানমারে মান্দালয়ের উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং মাত্রা ছিল সাত দশমিক সাত। শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষ বাস করে।
ভূমিকম্পের ফলে মিয়ানমারের পাঁচটি শহর ও গ্রামে ভবন ধসে পড়ে৷ ইয়াঙ্গুন-মান্ডালে এক্সপ্রেসওয়ের একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পে। মিয়ানমারের সামরিক সরকার ইতোমধ্যে কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে৷ সেসব এলাকায় উদ্ধারকাজ চলছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের টাউংগু শহরে একটি মসজিদ আংশিক ধসে পড়ায় তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে, আউং বান শহরে একটি হোটেল ধসে পড়ায় অন্তত দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নির্মাণাধীন ভবন ধসে পড়লে অন্তত ৮১ জন আটকা পড়েন। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানান, ভবন ধসের ঘটনায় তিনজন মারা গেছেন৷ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে৷
এএনএস/এসিবি (রয়টার্স)