নির্বাচনে ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির প্রবেশপথ
প্রকাশিত ৯ জুলাই ২০২৫শেষ আপডেট ৮ সেপ্টেম্বর ২০২৫আপনার যা জানা দরকার
- ডাকসু নির্বাচনের জন্য ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
- অযোগ্য দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের পাশে মমতা
- আদালতকক্ষে বিচারকের সামনে সাংবাদিককে মারধর
- বউবাজারের পরিস্থিতি দেখতে গেলেন মেট্রোর কর্তারা
- ফেসবুক, ইউটিউব, এক্স, লিঙ্কডিন বন্ধ করবে নেপাল
ডাকসু নির্বাচনের জন্য ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র নির্বাচন ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা আগামী মঙ্গলবার। তার আগে বিশ্ববিদ্যালয় ক্রতৃপক্ষ জানিয়ে দিলেন, সোমবার সন্ধে ৮টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। ৩৪ ঘণ্টা সব প্রবেশপথ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার গাড়িতে লাগানো থাকলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে। জরুরি সেবায় নিযুক্ত যানবাহনকেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে। তবে সাধারণ মানুষ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না।
এসজি/এসসি (প্রথম আলো)
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় ব্যাপক গোলমাল
পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে 'চোর' বলে সম্বোধন করলেন। বিজেপিও ওয়েলে নেমে, নিজেদের আসনে শুয়ে পড়ে, স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তৃতা আটকানোর চেষ্টা করলো। মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে তারা 'চাকরি চোর' বলে সম্বোধন করে। যার জেরে তুমুল উচ্ছৃঙ্খলতা শুরু হয় বিধানসভার ভিতরে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির বিধায়ক শংকর ঘোষ এবং অগ্নিমিত্রা পলকে।
বিজেপির অভিযোগ, শংকর ঘোষকে বিধানসভার নিরাপত্তাকর্মীরা বলপ্রয়োগ করে সভার বাইরে বার করার চেষ্টা করেছে। তাতে তিনি আহত হয়েছেন। বস্তুত, এদিন বিধানসভার ওয়েলে তৃণমূল এবং বিজেপির মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু তার মধ্যেই মুখ্যমন্ত্রী বক্তৃতা চালিয়ে যান। বিরোধীদের তিনি বলেন, বিধানসভায় দাঁড়িয়ে কাগজ ছেঁড়া অনুচিত। বিশ্লেষকেরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ও সংসদে দাঁড়িয়ে স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন। সিঙ্গুর আন্দোলনের সময় বিধানসভায় ভাঙচুর চালিয়েছিলেন তৃণমূল নেতাকর্মীরা।
দেশে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, এই নিয়ে এদিন বিধানসভায় বক্তৃতা করতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তখনই বিজেপির বিধায়কেরা পাল্টা স্লোগান দিতে শুরু করে। একসময় যা কার্যত হাতাহাতির জায়গায় পৌঁছে যায়। তৃণমূল বিধায়কেরাও ওয়েলে নেমে যান। মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন পুরো সময়টাই বিজেপির বিধায়কেরা তৃণমূলবিরোধী স্লোগান দিতে থাকেন। মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে 'চাকরি চোর' বলে তারা বার বার স্লোগান দিতে থাকে।
শুভেন্দু অধিকারীসহ ৬ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে৷ বিজেপি’র দুই আহত বিধায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
এসজি/এসসি (বিধানসভার অধিবেশন)
বউবাজারের পরিস্থিতি দেখতে গেলেন মেট্রোর কর্তারা
সম্প্রতি কলকাতায় নতুন মেট্রো লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লাইনের একটি অংশ বউবাজারের নিচ দিয়ে শিয়ালদা স্টেশন পর্যন্ত যায়। মেট্রোর এই লাইনের কাজ চলার সময় বার বার ভূমি ধস নেমেছে বউবাজারের দুর্গা পিতুরি লেনের অংশে। ভেঙে গেছে পুরনো বাড়ি। অবশেষে মেট্রোরেল কর্তৃপক্ষ সেখানে টানেল বানানোর কাজ শেষ করে ট্রেন চালানো শুরু করেছে। কিন্তু দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের অভিযোগ, ট্রেন যাওয়ার সময় কম্পন হচ্ছে বাড়িতে। যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
বৃহস্পতিবার এই অভিযোগ শোনার পর মেট্রোরেলের বিশেষজ্ঞ এবং কর্মকর্তারা এলাকায় যান। মানুষের অভিযোগের কথা তারা শোনেন। কম্পন পরীক্ষা করে দেখা হবে বলেও তারা আশ্বাস দিয়েছেন।
এসজি/এসসি
ফেসবুক, ইউটিউব, এক্স, লিঙ্কডিন বন্ধ করবে নেপাল
সমাজ মাধ্যম নিয়ে কড়া পদক্ষেপ নেপালের। টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়কে ফেসবুক, ইউটিউব, এক্স, লিঙ্কডিনসহ একাধিক সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছে সরকার। এর আগে এই সংস্থাগুলিকে বলা হয়েছিল বুধবারের মধ্যে নেপালের নির্দিষ্ট মন্ত্রণালয়ে তারা যেন নিজেদের নথিভুক্ত করায়। সময়সীমা পেরিয়ে গেলেও সংস্থাগুলি সে কাজ করেনি। তারপরেই এই সিদ্ধান্ত।
নেপাল সরকার জানিয়েছিল, সমাজমাধ্যমগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রক্রিয়াসহ একাধিক তথ্য জানাতে হবে এই সংস্থাগুলিকে। এর জন্য টেলিকমিউনিকেশন বা যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের কাছে লিখিত আকারে তথ্য জমা দিতে হবে। নিজেদের নথিভুক্ত করতে হবে। কিন্তু সমাজ মাধ্যম সংস্থাগুলি একাজ করেনি। সে কারণেই তাদের বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে।
এসসি/ এসজি (এএফপি, এপি, রয়টার্স)
আদালতকক্ষে বিচারকের সামনে সাংবাদিককে মারধর
ঢাকায় চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে এজলাসকক্ষে মারধর করা হলো সময় টিভির সাংবাদিক আসিফ হোসেইনকে। আইনজীবীরা তাকে মারধর করেছেন বলে অভিযোগ। একটি মামলা কভার করতে এজলাসে গেছিলেন আসিফ।বিচারকের সামনেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মনজুরুল আলমের (পান্না) জামিন শুনানির দিন ধার্য ছিল বৃহস্পতিবার। এবিষয়ে খবর করতে এদিন আদালতকক্ষে একাধিক সাংবাদিক হাজির ছিলেন। পান্নাকে আদালতে নিয়ে যাওয়ার পর সাংবাদিকেরা তাকে প্রশ্ন করতে থাকেন। এসময় আইনজীবী মহিউদ্দিন মাহি সাংবাদিকদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। সাংবাদিকেরা সে কথা না মানায় মহিউদ্দিন মারধর শুরু করেন বলে অভিযোগ। আসিফের অভিযোগ, মহিউদ্দিন তাকে বিচারকের উপস্থিতিতে ঘুষি মারেন। এরপর আরো কিছু আইনজীবী মহিউদ্দিনের সঙ্গে মিলে কিল-চর-ঘুষি মারতে থাকেন বলে অভিযোগ করেছেন আসিফ।
এসজি/এসসি (প্রথম আলো)
অযোগ্য দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের পাশে মমতা
দুর্নীতিগ্রস্ত দাগি বা অযোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে স্কুল শিক্ষকপদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আদালত সেই মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল করেছে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন দুর্নীতিগ্রস্ত দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে। যদিও সেই তালিকা নিয়েও বিতর্ক হচ্ছে। এবার সেই দাগি শিক্ষকদের পাশে দাঁড়ানোর কথা বললেন মুখ্যমন্ত্রী। জানালেন, শিক্ষকের চাকরি ফিরিয়ে দিতে না পারলেও দাগি শিক্ষকদের জন্য বিকল্প চাকরির ব্যবস্থা করবে রাজ্য। চেষ্টা করা হবে তারা যাতে গ্রুপ সি স্তরের চাকরি পান।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সরকার মানবিক। তা-ই কারো চাকরি কেড়ে নিতে চায় না। সে কারণেই যাদের চাকরি গেছে, তাদের চাকরির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বস্তুত, এখনো পর্যন্ত এক হাজার ৮০৬ জন দাগি বা দুর্নীতিগ্রস্ত শিক্ষকের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। দুর্নীতি করে তারা চাকরি পেয়েছিল বলে অভিযোগ। এর মধ্যে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর আত্মীয় পরিজন আছেন।
এসজি/এসসি (পিটিআই)
বাংলাদেশে মামলা থেকে মুক্ত ৪৮ হাজার শ্রমিক
আওয়ামী লীগের আমলে বাংলাদেশে যে সমস্ত শ্রমিক এবং শ্রমিকনেতার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছিল, তার প্রায় সবই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুধুমাত্র হত্যা মামলাগুলি তুলে নেওয়া হয়নি। ফলে গাজীপুরে কোনাবাড়ী থানার একটি মামলা এখনো চলছে। তবে বাকি মামলাগুলি প্রত্যাহার করে নেওয়ায় ৪৭ হাজার ৭২৮ জন শ্রমিক এবং শ্রমিকনেতা মামলা থেকে মুক্তি পেয়েছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা এবং গাজীপুর জেলার চারটি থানায় সব মিলিয়ে ৪৫টি মামলা ছিল শ্রমিকদের বিরুদ্ধে। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই মামলাগুলি করা হয়েছিল। অধিকাংশ মামলাই হয়েছিল রাজনৈতিক কারণে। তবে শ্রমিকনেতারা জানিয়েছেন, সব মামলা রাজনৈতিক কারণে নয়।
সদ্য অবসরপ্রাপ্ত শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান ডিডাব্লিউয়ের কনটেন্ট পার্টনার প্রথম আলোকে বলেছেন, ''মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে আমরা যে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, জেনেভায় আইএলওর প্রধান কার্যালয়ে গিয়েও আমরা তা বলে এসেছিলাম। আর এবার যে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কের হার বাংলাদেশের জন্য ২০ শতাংশে এসেছে, অন্য কারণের পাশাপাশি শ্রমিকদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্তও তাতে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।''
এসজি/এসসি (প্রথম আলো)
যমুনার জল বিপদসীমার উপর, ভেসে গেল আশ্রয়শিবির
দিল্লির ময়ুরবিহার অঞ্চলে বন্যা দুর্গতদের জন্য আশ্রয় শিবির তৈরি করা হয়েছিল। বুধবারের বৃষ্টির পর যমুনা বিপদসীমার উপরে চলে আসে। ভেসে যায় বন্যা দুর্গতদের জন্য তৈরি আশ্রয়শিবিরও। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বন্যা দুর্গতদের অন্যত্র সরিয়ে নিয়ে যায়।
দিল্লির যমুনা বাজার, যমুনা খাদার, ময়ুরবিহারসহ একাধিক এলাকা এখন জলের তলায়। বৃহস্পতিবার সকাল ৭টায় পাওয়া তথ্য অনুযায়ী পুরনো দিল্লি রেলব্রিজের কাছে যমুনার জল মাপার স্কেলে দেখা গেছে জলের উচ্চতা এখন ২০৭ দশমিক ৪৮। সকাল পাঁচটায় যা ছিল ২০৭ দশমিক ৪৭। তবে সাতটার পর জলস্তর আর বাড়েনি। সকালে রোদও উঠেছে। তবে প্রশাসন জানিয়েছে, জলস্তর আরো বাড়তে পারে। ফলে এখনো দিল্লিজুড়ে লাল সতর্কতা জারি রাখা হয়েছে। যমুনা সংলগ্ন অঞ্চলগুলিতে জাতীয় নিরাপত্তা দলের কর্মীদের মোতায়েন রাখা হয়েছে।
এসজি/এসসি (পিটিআই)
ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলে সাদিক কায়েম
জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির। এবার ডাকসু নির্বাচনেও তারা প্রকাশ্য রাজনীতিতে নেমেছে। তাদের দেওয়া প্যানেলের নাম ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোট’। এই প্যানেলে ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম।
জুলাই অভ্যুত্থানের পর প্রকাশ্যে আসে সাদিক কায়েমের নাম। জানা যায়, আন্দোলন পিছন থেকে পরিচালনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব ছিল তার। শিবিরের ঢাকা শাখার সভাপতিও ছিলেন তিনি। কিন্তু আওয়ামী লীগের আমলে কখনোই তার নাম প্রকাশ্যে আসেনি। এবার ডাকসু নির্বাচনেও পদপ্রার্থী তিনি। সাদিককে কেন্দ্রে রেখেই প্রচারে নেমেছে শিবির।
‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নামে ফেসবুক পেজ খুলে নিজেদের প্রচারের ভিডিও–ছবি নিয়মিত পোস্ট করছেন শিবিরের নেতারা। সেখানে সাদিক কায়েমের মুখটিইঘুরেফিরে বেশি দেখা যাচ্ছে। এর পাশাপাশি ডাকসুর বিভিন্ন সম্পাদকীয় পদে শিবিরের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরার চেষ্টা করছে সংগঠনটি।
এসজি/এসসি (প্রথম আলো)
মোটরসাইকেলের ধাওয়ায় মৃত্যু হলো এক চিকিসকের
চাঁদপুরের হাজীগঞ্জে রোগী দেখা শেষ করে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন চিকিসক মো. নাজমুল হাসান আখন্দ। অভিযোগ, পথে তাকে ধাওয়া করে কয়েকজন উচ্ছৃঙ্খল মোটরসাইকেল চালক। ওই মোটরসাইকেল চালকেরা চিকিৎসকের গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয় বলেও অভিযোগ। এরফলেই হৃদরোগে আক্রান্ত হয়ে ওই চিকিৎসকের মৃত্যু হয় বলে অভিযোগ।
বুধবার বেলা তিনটে নাগাদ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা দুইটি সিএনজিচালিত অটোরিকশকে ধাক্কা দেয়। তখনই দেখা যায়, ভিতরে অসুস্থ হয়ে পড়েছেন চিকিৎসক। স্থানীয় মানুষই চিকিৎসককে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, হাইওয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এসজি/সিএস (প্রথম আলো)
পাকিস্তানে তিন হামলায় নিহত ২৫
তিনটি ভিন্ন ভিন্ন হামলায় মঙ্গলবার অন্তত ২৫ জনের মৃ্ত্যু হয়েছে পাকিস্তানে৷ তাদের মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে আত্মঘাতী বোমা হামলায়৷ মঙ্গলবার বালোচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বালোচিস্তান ন্যাশনাল পার্টির কর্মীদের উপর হামলার ঘটনাটি ঘটে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর৷ আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ৷ তাদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক৷ বালোচিস্তান ন্যাশনাল পার্টির নেতা সর্দার আখতার মেঙ্গলের একটি জনসমাবেশ ছিল মঙ্গলবার, তার কনভয় নিশানা করেই হামলা চালায় আত্মঘাতী দুষ্কৃতি৷ তবে মেঙ্গল অক্ষত রয়েছেন বলেই খবর৷
বালোচিস্তানেই ইরানের সীমান্ত সংলগ্ন এলাকায় আর একটি বিস্ফোরণে প্রাণ গিয়েছে পাঁচ জনের৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশে আরেক আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ছ‘জন পাকিস্তানি সেনা৷ জঙ্গি সংগঠন ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে৷
এসটি/এপিবি (দ্য ডেইলি স্টার)
বাধা নেই ডাকসু নির্বাচনে, বহাল চেম্বার আদালতের আদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করার আদেশ দিয়েছিলেন চেম্বার আদালত, তা বহাল রেখেছেন আপিল বিভাগ।
চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ আগামী ৩০ পর্যন্ত অক্টোবর বহাল থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ বুধবার এ আদেশ দিয়েছেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়েই এই আদেশ দেওয়া হয়।
আপিল বিভাগের আদেশের ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত সোমবার ডাকসুর নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। এই আদেশের ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল।
হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে সেদিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে চেম্বার আদালত নিয়মিত সিভিল মিসলেনিয়াস পিটিশন (দেওয়ানি বিবিধ আবেদন) না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে নির্বাচনের পথ খোলে।
গতকাল মঙ্গলবার সিভিল মিসেলনিয়াস পিটিশন আদালতে দাখিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
চেম্বার আদালত আবেদনটি আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশের মেয়াদ এই সময় পর্যন্ত বাড়ানো হয়।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া শুনানিতে ছিলেন।
এ ছাড়া ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী এস এম ফরহাদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিক শুনানি করেন।
তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর। নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন এস এম ফরহাদ। তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
এসটি/এসিবি (প্রথম আলো)
মালয়েশিয়ায় আটক ৩৭৭ বাংলাদেশি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার একটি জুয়ার আসর থেকে আটক করা হয়েছে ৭৭০ জন বিদেশিকে৷ তাদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি৷
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে গত রাতে ওই বাড়িটিতে বিশেষ অভিযান চালায় দেশটির অভিবাসন দপ্তর। সেখান থেকেই আটক করা হয় ওই বিদেশিদের৷ মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বারনামা সূত্রে জানা গিয়েছে এই খবর৷
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান জানিয়েছেন, সামাজিক অনুষ্ঠানের নামে সেখানে বিদেশিরা জমা হয়ে কিছু একটা করছেন—তিন সপ্তাহ ধরে স্থানীয় অনেকে এমন অভিযোগ করছেন। এর ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা অভিযান চালানো হয়। ঘটনাস্থলে ১০৬ সরকারি কর্মকর্তা সব মিলিয়ে ২ হাজার ৪৪৫ জনের নথিপত্র যাচাই করে দেখেন। তাঁদের মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি। বাকি ৮৪৫ জন মালয়েশিয়ার নাগরিক। যাচাই–বাছাই শেষে ৭৭০ বিদেশিকে আটক করা হয়।
এসটি/এসিবি (প্রথম আলো)
কংগ্রেস দপ্তর ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার রাকেশ
ট্যাংরা থেকে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গত সপ্তাহে কলকাতায় প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন এই বিজেপি নেতা। ভাঙচুরের পাশাপাশি বাংলাপক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়কে সমাজ মাধ্যমে অশ্লীল গালিগালাজ করেছিলেন তিনি।
সমাজ মাধ্যমে পোস্ট করলেও ঘটনার পর থেকে পলাতক ছিলেন রাকেশ। তবে রাকেশের চার সহযোগীকে আগেই আটক করেছিল পুলিশ। তার মধ্যে রাকেশের ছেলে পবনও আছেন। মঙ্গলবার রাতে ট্যাংরা অঞ্চল থেকে রাকেশকে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাকেশকে শিয়ালদা আদালতে তোলা হবে। মঙ্গলবার গ্রেপ্তারের সময় 'নরেন্দ্র মোদী জিন্দাবাদ' স্লোগান দেন রাকেশ। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'রাকেশ সিং কাউকে ভয় পায় না।'
গত শুক্রবার বেলা ১১টা নাগাদ প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় সেখানে কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন না। তারই সুযোগ নিয়ে সেখানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনায় সরাসরি রাকেশের নাম জড়ায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। সমাজ মাধ্যমে পুলিশ কমিশনারকেও হুঁশিয়ারি দিয়েছিলেন রাকেশ।
এসজি/এসসি (পিটিআই)
জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে সাবেক আইজিপি মামুনের ক্ষমাপ্রার্থনা
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আসামি হিসেবে আল-মামুনেরও নাম রয়েছে। সাবেক আইজিপি এ মামলায় দোষ স্বীকার করে নিয়ে 'অ্যাপ্রুভার' (রাজসাক্ষী) হয়েছেন।
গণ-অভ্যুত্থানের সময় শহীদ প্রত্যেকের পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই জবানবন্দি দেন আবদুল্লাহ আল-মামুন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার জবানবন্দিতে বলেন, "আমি সাড়ে ৩৬ বছর পুলিশে চাকরি করেছি। পুলিশের চাকরি খুবই ট্রিকি চাকরি। সব সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। আমার এই চাকরিজীবনে আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি। আমি সব সময় যথেষ্ট মানবিকতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালন করেছি। চাকরিজীবনের শেষ পর্যায়ে এসে এত বড় গণহত্যা আমার দায়িত্বকালীন সময়ে সংঘটিত হয়েছে, তার দায় আমি স্বীকার করছি।"
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশেই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছেন তৎকালীন পুলিশপ্রধান।
তিনি বলেন, "আমি গণহত্যার শিকার প্রত্যেকের পরিবার, আহত ব্যক্তিবর্গ, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন।"
এডিকে/এসিবি (প্রথম আলো)