দক্ষতা দেখানোর প্রতিযোগিতা ওয়ার্ল্ডস্কিলস
২৪ জানুয়ারি ২০২৫জার্মানির প্রতিযোগীরাও এতে অংশ নিয়েছিলেন৷ তাদের একজন লিসা মারি থান জার্মানির শিরোপাজয়ী প্যাস্ট্রি শেফ৷ তিনি চিনি ভাস্কর্য বানিয়ে দেখিয়েছেন৷ মালয়েশিয়া থেকে যাওয়া প্রতিযোগী মার্জিপান কেক বানান৷
২০২৩ সালে জার্মানিতে রুটি তৈরির শিক্ষানবিশের এক-তৃতীয়াংশ পদ পূরণ করা সম্ভব হয়নি৷
শুধু রুটি প্রস্তুতকারক নয়, ইউরোপের অনেক কোম্পানিতে দক্ষ কর্মীর অভাব আছে৷
ওয়ার্ল্ডস্কিলস এর আয়োজক ওরিয়া রুইচ বলেন, ‘‘আমি জানি, কারণ আমাদের সরকার ও অংশীদারদের সঙ্গে কথা বলতে হয়েছে৷ আমরা তাদের বলেছি, এটা কর্মী নিয়োগের সেরা মেলা৷ এশিয়ার কিছু দেশ বিষয়টি অনেক বছর আগে বুঝতে পেরেছে, আমাদের চেয়ে অনেক আগে৷’’
প্রতিযোগিতার আগেরদিন লিসা মারি ও মাক্স এর সঙ্গে যোগ দিয়েছিল ডিডাব্লিউর টিম৷ ইভেন্টের মাঝে হাঁটার সময় তারা বাগান প্রতিযোগিতায় অংশ নেওয়ার তাদের টিমমেটদের খবর নিচ্ছিলেন৷ নিজের কাজের পেশাদার হওয়ায় তারা দ্রুত অন্য পেশাদারদের চ্যালেঞ্জটা বুঝতে পারছিলেন৷
বিভিন্ন ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ওয়ার্ল্ডস্কিলস৷
লিসা মারি ও মাক্স এর কাছে, অন্যের কাছ থেকে শেখা গুরুত্বপূর্ণ৷ প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে তাদের শেখার আগ্রহ দেখলে সেটা বোঝা যায়৷ লিসা মারি বলেন, ‘‘এখানে যে চিনির ভাস্কর্য তৈরি হচ্ছে তা থেকে নতুন কিছু কৌশল শেখা যায়৷ তাদের কাছ থেকে উৎসাহ নিতে পারেন- সেটা পরের প্রতিযোগিতার জন্য কিংবা নিজের প্রকল্পের জন্য৷ এতজনের সঙ্গে পরিচিত হতে পারার বিষয়টা দারুন আনন্দের৷’’
২০২৪ সালে ফ্রান্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬০ ধরনের কাজ দেখানো হয়েছে৷ ৭০ দেশের প্রায় ১,৪০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন৷ অল্প সময়ের মধ্যে তাদের কাজ দেখাতে হয়েছে৷
এই প্রতিযোগিতা থেকে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কাজের সুযোগ সম্পর্কে জানতে পারে৷
আয়োজক ওরিয়া রুইচ বলেন, ‘‘শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের অনেক যোগাযোগ আছে, কারণ, মূল লক্ষ্য হচ্ছে তরুণদের কাজে আগ্রহী করা৷’’
জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় ২০২৪ সালের জাতীয় দলকে প্রায় ১.১ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছিল৷
মাটিস রিশটমান/জেডএইচ