তুরস্কে লোভে বাড়ছে দ্রব্যমূল্য: এর্দোয়ান
৭ জানুয়ারি ২০২৫তুর্কি মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে এর্দোয়ান জানান, নতুন বছরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি বাড়াবে তার সরকার৷ পাশাপাশি যেসব ব্যবসায় এভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে সেগুলো বর্জনেরও আহ্বান জানিয়েছেন এর্দোয়ান৷
এদিকে, সিরিয়াকে বিভক্ত করার কোনো চেষ্টা করা হলে তা রুখতে দেশটিতে হস্তক্ষেপের হুঁশিয়ারিও উচ্চারন করেছেন এর্দোয়ান৷ তিনি বলেন, ‘‘আমরা কোনো পরিস্থিতিতেই সিরিয়ার বিভিক্ত মেনে নেবো না এবং আমরা যদি সেরকম কিছুর সামান্যতম ঝুঁকিও দেখি, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো৷''
আর এরকম পদক্ষেপ নেয়ার ‘সব উপায়ই' তার দেশের রয়েছে বলেও জানিয়েছেন এর্দোয়ান৷
তুরস্কের প্রেসিডেন্টের সর্বশেষ এই হুঁশিয়ারি কুর্দিপ্রধান সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং তথাকথিত ‘ইসলামিক স্টেটের' বিরুদ্ধে বাহিনীটির লড়াইয়ে সমর্থন দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলে মনে করা হচ্ছে৷
সিরিয়ার কুর্দিদের সঙ্গে দীর্ঘদিন ধরেই তুরস্কের বিরোধ চলছে৷ সপ্তাহান্তে তুরস্কপন্থি গোষ্ঠী এবং কুর্দিপ্রধান পিপলস প্রোটেকশন ইউনিটস-এর মধ্যে লড়াইয়ে অন্তত একশ মানুষ প্রাণ হারিয়েছেন৷
এআই/এসিবি (রয়টার্স, এএফপি)